Advertisement
Advertisement
খুন

বেহালায় বৃদ্ধা খুনের কিনারা করল পুলিশ, ধৃত ১ অভিযুক্ত

বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।

One accused arrested for in Behala murder case on saturday morning
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 27, 2019 2:57 pm
  • Updated:July 27, 2019 3:00 pm  

অর্ণব আইচ: দু’দিনের মধ্যেই বেহালায় বৃদ্ধা খুনের কিনারা করল পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবারই তাকে আদালতে তোলা হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল ৩ থেকে ৪ জন। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: গাছ থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য টালিগঞ্জে]

ঘটনার সূত্রপাত ২৫ জুলাই। অন্যান্যদিনের মতোই এদিন সকালেও ছেলে, পুত্রবধূ ও নাতনি বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিলেন বেহালার শিশির বাগানের বাসিন্দা শুভ্রা ঘোষ দস্তিদার। বেলা ১১ টা নাগাদ কাজে যান তাঁদের পরিচারিকা। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বৃদ্ধার সাড়া পাননি তিনি। এরপরই অন্য বাড়িতে কাজে চলে যান তিনি। খানিকক্ষণ পর ফিরে আসেন। তখনও একাধিকবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের গোটা বিষয়টি জানান।

Advertisement

এরপর তাঁদের সঙ্গে নিয়ে ফের শুভ্রাদেবীর বাড়িতে যান পরিচারিকা। সেই সময় কোনওক্রমে দরজা খুলে গেলে সকলে দোতলায় ওঠেন বৃদ্ধার খোঁজ করতে। তখন তাঁদের নজরে পড়ে ঘরের মেঝেতে উলটে পড়ে রয়েছেন শুভ্রাদেবী। তাঁর গলায় গামছা জড়ানো এবং দেহের সামনে একটি চাদর রাখা। খবর পেয়ে বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার পর থেকেই হদিশ মিলছিল না বৃদ্ধার মোবাইল ফোনের।

[আরও পড়ুন: কীভাবে মৃত্যু হল সজল কাঞ্জিলালের? কারণ জানতে টানেলে নেমে পরীক্ষায় ফরেনসিক টিম]

ঘটনার তদন্তে নেমে শনিবার ভোররাতে জোকা থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। শনিবারই আদালতে তোলা হবে তাকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রঞ্জিত পোড়েল। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা পেশায় কাঠেরমিস্ত্রি অভিযুক্ত। ধৃত জানিয়েছে, কাজের জন্যই ওই বৃদ্ধার বাড়িতে যাতায়াত শুরু হয় তাদের। এরপরই শুভ্রাদেবীর বাড়িতে লুটপাটের পরিকল্পনা করে তারা।

যদিও ধৃতের দাবি, পরিকল্পনা করলেও লুটের পর সে নয়, তার এক সঙ্গী খুন করেছে ওই বৃদ্ধাকে। তবে পুলিশের অনুমান, খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল ৩ থেকে ৪ জন। ঘটনার পর অভিযুক্তদের নিয়ে চম্পট দেওয়ার জন্য বৃদ্ধার বাড়ির বাইরে অপেক্ষা করছিল আরও একজন। তদন্তকারীদের অনুমান, ধৃতকে জেরা করেই বাকি অভিযুক্তদের সন্ধান মিলবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement