ক্ষীরোদদীপ্তি ভট্টাচার্য: লালকেল্লার বাণিজ্যকরণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দিল বাম শরিক ফরোয়ার্ড ব্লক৷
আজ, রবিবার ফরোয়ার্ড ব্লক নেতা দেবব্রত বিশ্বাস অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের এতই যদি অর্থ সঙ্কট হয় তবে দেশবাসীর কাছে অৰ্থ সাহায্য চাইতে পারত৷ দেশবাসী সাহায্য করতে রাজি ছিল৷ তা না করে লালকেল্লার দেখভালের দায়িত্ব বেসরকারি বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হল৷ এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ দেখানো হবে সাফ জানিয়ে দেন দেবব্রত বিশ্বাস৷
সম্প্রতি দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়৷ আগামী ডিসেম্বরে কলকাতায় ফরোয়ার্ড ব্লকের পার্টি কংগ্রেস হবে বলে তিনি জানান৷ সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা ও কারচুপির অভিযোগ করে তিনি বলেন, ‘‘দল হিসেবে আমরা ছোট৷ কিন্তু, এমন ঘটনা ইতিপূর্বে রাজ্যে হয়নি৷’’ এ জন্য রাজ্য নির্বাচন কমিশনের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷
গত, ২৬ এপ্রিল ভারতীয় ঐতিহ্যের প্রতীক লালকেল্লার দেখভাল করার জন্য বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়ার হবে বলে প্রথম জানা যায়৷ বলা হয়, লালকেল্লা ‘দত্তক’ নেবে ডালমিয়া ভারত গ্রুপ৷ ২৫ কোটি টাকার চুক্তিতে সই করে আগামী পাঁচ বছর এই ঐতিহাসিক সৌধের যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এই সংস্থা৷ সপ্তদশ শতাব্দীতে মোঘল সম্রাট শাহজাহানের তৈরি দিল্লির এই কেল্লার অভিভাবকত্বের দৌড়ে ছিল ইন্ডিগো এয়ারলাইন্স এবং জিএমআর গ্রুপও। তবে শেষ হাসি হাসে ডালমিয়া গ্রুপই৷ দিল্লির অন্যতম আকর্ষণীয় এই দর্শনীয় স্থানকে সাজিয়ে-গুছিয়ে বিশ্বের দরবারে তুলে ধরাই এখন লক্ষ্য এই সংস্থার। তবে সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা শুরু করে কংগ্রেস৷
ঐতিহাসিক লালকেল্লার দায়িত্ব এভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ায় ক্ষোভপ্রকাশ করে বিরোধীরাও৷ কংগ্রেসের তরফে টুইট করে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করা হয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন৷ কিন্তু, ঐতিহাসিক এই সৌধের ‘দত্তক’ প্রসঙ্গে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি ফরোয়ার্ড ব্লককে৷ কিন্তু, ২৫ কোটি টাকার চুক্তিতে ডালমিয়া গোষ্ঠীকে লালকেল্লা দত্তক দেওয়ার এক মাস পর হঠাৎ কেন এই ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিল বাম শরিক ফরোয়ার্ড ব্লক? ঘটনার গুরুত্ব বুঝতে কি বেশ দেরি হয়ে গেল ফব নেতাদের? নাকি, পঞ্চায়েত ভোটের ব্যস্ততার কারণের সেভাবে আন্দোলনের ডাক দেওয়া যায়নি? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.