Advertisement
Advertisement

মানুষের জন্য জোট, নবান্নে বৈঠক শেষে একসুরে বার্তা মমতা-ওমরের

মোদিকে হারানোই লক্ষ্য।

Omar Abdullah meets Mamata Banerjee in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2018 8:21 pm
  • Updated:July 27, 2018 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদিকে হারাতে নবান্নে মহাজোটের সলতে পাকিয়ে গেলেন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ওমর আবদুল্লা৷ আজ, সন্ধ্যায় নবান্নে দীর্ঘ বৈঠক শেষে ২০১৯ সালে মমতার সঙ্গে হাত মিলিয়ে একযোগে লোকসভা নির্বাচনে লড়াইয়ের ডাক দিলেন ওমর৷

[সল্টলেক সেক্টর ফাইভে হকার উচ্ছেদের ঘোষণা, পালটা আন্দোলনের ডাক]

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ওমর আবদুল্লা৷ ২০১৯-এর নির্বাচনকে সামনে রেখে ‘ফেডারেল ফ্রন্ট’ গঠনের মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে পরাস্ত করার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ওমর আবদুল্লা৷ দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে ওমর বলেন, ‘‘আমাদের লক্ষ্য মোদিকে হারানো৷ মমতা দিদির সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ পৃথক ফেডারেল ফ্রন্ট গঠন করে কীভাবে মোদি বিরোধী শক্তিকে চাঙ্গা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে৷’’ আগামী দিনে ন্যাশনাল কনফারেন্স তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লোকসভা নির্বাচনে লড়বে বলেও জানান তিনি৷

Advertisement

[শহরে রমরমিয়ে চোরাই বাইকের কারবার, টাকা যাচ্ছে বাংলাদেশি জেহাদিদের তহবিলে]

২০১৯ সালে জোট বেঁধে নির্বাচনে লড়াইয়ের ডাক দেওয়ার পাশাপাশি কাশ্মীর সমস্যা নিয়েও আলোচনা হয় দু’পক্ষের মধ্যে৷ দেশজুড়ে বাড়তে থাকা হিংসা ও হানাহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ রাজনৈতিক আলোচনার পাশাপাশি বাংলায় উন্নয়ন প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করেন ওমর৷ বাংলার উন্নয়নকে মডেল করে জম্মু-কাশ্মীরেও তা তুলে ধরা হলে বলেও জানান তিনি৷

[শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি, আতঙ্ক ছড়াল বেনিয়াটোলা স্ট্রিটে]

২০১৯-এর নির্বাচনে জোট বার্তা প্রসঙ্গে ওমরের পরেই মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘মানুষ জন্য আমরা জোট বেঁধে লড়াইয়ের ডাক দিয়েছি৷ মোদিকে হারাতে আমরা সব অবিজেপি শক্তিকে এক হওয়ার ডাক দিয়েছি৷’’ আর সেই লক্ষ্যেই এই বৈঠক বলে জানান তিনি৷   

[পুজোর গানের জন্য কলম ধরলেন মুখ্যমন্ত্রী, গাইবেন ইন্দ্রনীল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement