Advertisement
Advertisement

শীঘ্রই চালু হচ্ছে ওমান-কলকাতা সরাসরি বিমান পরিষেবা

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷

Oman Air to touch down at Kolkata airport
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 4:10 pm
  • Updated:September 22, 2016 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের শুরুতেই উন্নতির আরও এক সিঁড়ি চড়তে চলেছে বাংলা৷ কারণ এবার কলকাতা বিমানবন্দরকে ছুঁয়ে আকাশে উড়বে ওমান এয়ার৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷

অনেকদিন থেকেই কলকাতা ও ইউরোপের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বিষয়ে স্পাইসজেট, এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলিকে প্রস্তাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তবে সরাসরি ইউরোপ যাওয়ার বিমান পরিষেবা চালু করার প্রস্তাব খারিজ করে দেয় এয়ার ইন্ডিয়া৷ তবে স্পাইসজেট বিষয়টি এখনও ভাবনা চিন্তা করে দেখছে৷

Advertisement

ভিস্তারা, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেট কলকাতা থেকে দেশের মধ্যে একগুচ্ছ নতুন বিমান চালু করেছে৷ যাদের মধ্যে স্পাইসজেটের বিমান ঢাকা ও চট্টগ্রামও যায়৷ তবে মুখ্যমন্ত্রী ইউরোপের সঙ্গে যোগাযোগ মজবুত করতে বদ্ধপরিকর৷ অবশেষে ওমান এয়ারের দৌলতে সেই প্রয়াস সফল হতে চলেছে৷

ওমান এয়ারের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট সুনীল ভি এ জানান, “সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে৷ আশা করছি আগামী বছর জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে৷ অনেক বাঙালিই ওমানে থাকেন৷ কলকাতা থেকে সরাসরি ওমানের বিমান পরিষেবা চালু হলে তাঁরা নিঃসন্দেহে উপকৃত হবেন৷ তাছাড়া ওমান থেকেও অনেক পর্যটকও সহজেই এদেশে আসতে পারবেন৷ মাত্র চার ঘণ্টাতেই ওমান থেকে কলকাতা পৌঁছনো যাবে৷ ফলে বাংলার পর্যটনেও নতুন দিশা খুলে যাবে৷ এ নিয়ে রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে আমরা কথা বলব৷ অন্যদিকে, ওমান এয়ার ইউরোপ, আফ্রিকা ও আরবীয় দেশগুলিতে যাওয়ার পথও চওড়া করে দিল৷” বর্তমানে ভারতে মোট ১১টি বিমানবন্দর থেকে ওমান এয়ারের বিমান ছাড়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement