অভিরূপ দাস: তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বয়স্ক করোনা রোগী। বয়স ৯৪। শরীরে হানা দিয়েছিল SARS-CoV-2। উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দাকে নিয়ে চিন্তা ছিল। তবে ভয়ংকর করোনাকে হারিয়ে এখন পুরোপুরি সুস্থ তিনি। বৃদ্ধের পরিবারের একজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। এরপরেই গত ১৩ জুন ওই বৃদ্ধকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে। লালারসের নমুনায় প্রমাণিত হয় করোনা। তড়িঘড়ি বৃদ্ধকে পাঠানো হয় সুপার স্পেশালিটি কোভিড ব্লকে।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, নব্বইয়ের উপর বয়স, পরিবারের লোকেরা হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় আশাতীত সাড়া দিচ্ছেন ওই বৃদ্ধ। আপাতত তিনি জেনারেল ওয়ার্ডে ভরতি। সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, কিছুদিন পর্যবেক্ষণে রেখে ছুটি দেওয়া হবে। এর আগে টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে ৯২ বছর বয়সী একজন করোনা আক্রান্ত ভর্তি হয়েছিলেন। যদিও তাঁকে বাচানো যায়নি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজ যাকে বলে অসাধ্যসাধন করেছে।
কিছুদিন আগেই করোনা আক্রান্ত দুই রোগীর প্রাণ বাঁচায় কলকাতা মেডিক্যাল কলেজ। কার্যত মৃত্যুর অপেক্ষায় থাকা করোনা আক্রান্ত দুই ব্যক্তিকে প্রাণ বাঁচাতে প্রয়োজন ছিল দ্রুত অস্ত্রোপচার। পেসমেকার বসিয়ে তাদের প্রাণ বাঁচান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। রাজ্য সরকারি হাসপাতালে এত দ্রুততার সঙ্গে কোনও অস্ত্রোপচার এই প্রথম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.