Advertisement
Advertisement
বয়স্ক করোনাজয়ী

কলকাতার সবচেয়ে বয়স্ক করোনা রোগীও পুরোপুরি সুস্থ মেডিক্যাল কলেজে

পরিবারের লোকেরা হাল ছেড়েই দিয়েছিলেন।

Oldest Patient from Kolkata defeats Corona at Calcutta Medical College
Published by: Subhamay Mandal
  • Posted:June 25, 2020 11:27 am
  • Updated:June 25, 2020 11:27 am  

অভিরূপ দাস: তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বয়স্ক করোনা রোগী। বয়স ৯৪। শরীরে হানা দিয়েছিল SARS-CoV-2। উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দাকে নিয়ে চিন্তা ছিল। তবে ভয়ংকর করোনাকে হারিয়ে এখন পুরোপুরি সুস্থ তিনি। বৃদ্ধের পরিবারের একজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। এরপরেই গত ১৩ জুন ওই বৃদ্ধকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে। লালারসের নমুনায় প্রমাণিত হয় করোনা। তড়িঘড়ি বৃদ্ধকে পাঠানো হয় সুপার স্পেশালিটি কোভিড ব্লকে।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, নব্বইয়ের উপর বয়স, পরিবারের লোকেরা হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় আশাতীত সাড়া দিচ্ছেন ওই বৃদ্ধ। আপাতত তিনি জেনারেল ওয়ার্ডে ভরতি। সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, কিছুদিন পর্যবেক্ষণে রেখে ছুটি দেওয়া হবে। এর আগে টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে ৯২ বছর বয়সী একজন করোনা আক্রান্ত ভর্তি হয়েছিলেন। যদিও তাঁকে বাচানো যায়নি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজ যাকে বলে অসাধ্যসাধন করেছে।

Advertisement

[আরও পড়ুন: সময়ে গুরুত্ব দিলে করুণ পরিণতি হত না তমোনাশ ঘোষের, মানছেন চিকিৎসকরা]

কিছুদিন আগেই করোনা আক্রান্ত দুই রোগীর প্রাণ বাঁচায় কলকাতা মেডিক্যাল কলেজ। কার্যত মৃত্যুর অপেক্ষায় থাকা করোনা আক্রান্ত দুই ব্যক্তিকে প্রাণ বাঁচাতে প্রয়োজন ছিল দ্রুত অস্ত্রোপচার। পেসমেকার বসিয়ে তাদের প্রাণ বাঁচান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। রাজ্য সরকারি হাসপাতালে এত দ্রুততার সঙ্গে কোনও অস্ত্রোপচার এই প্রথম।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement