Advertisement
Advertisement

ভবানীপুরে বৃদ্ধার রহস্যমৃত্যু, চাঞ্চল্য

শহরে এক বৃদ্ধার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়়াল সোমবার সকালে৷ এই ঘটনাটি পরিকল্পিত খুন হতে পারে বলে প্রতিবেশীরা অভিযোগ করেছেন৷ যদিও গোয়েন্দা পুলিশের কর্তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও দুপুর পর্যন্ত কোনও মন্তব্য করেননি৷

Old lady get killed in Bhawanipore

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 3:31 pm
  • Updated:June 6, 2016 3:31 pm  

স্টাফ রিপোর্টার: শহরে এক বৃদ্ধার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়়াল সোমবার সকালে৷ এই ঘটনাটি পরিকল্পিত খুন হতে পারে বলে প্রতিবেশীরা অভিযোগ করেছেন৷ যদিও গোয়েন্দা পুলিশের কর্তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও দুপুর পর্যন্ত কোনও মন্তব্য করেননি৷

এদিন সকালে ভবানীপুরের চক্রবেড়িয়া অঞ্চল থেকে উদ্ধার হল এক বৃদ্ধার দেহ৷ সুনন্দা গঙ্গোপাধ্যায় (৬০) নামে ওই বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখা যায় বাড়ির পিছনদিকে একটি নালায়৷ বাড়িরই বাসিন্দা এক কিশোর তাঁকে পড়ে থাকতে দেখে৷ ওই সময় বাড়ির দরজা ও জানালা খোলাই ছিল৷ কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, বৃদ্ধাকে খুন করা হয়েছে৷ এই মৃত্যুর পিছনে প্রোমোটারি চক্র রয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাঁর বাড়ির উপর পড়েছিল প্রোমোটারের থাবা৷ কিন্তু তিনি তাঁর বাড়ি ছেড়ে দিতে রাজি হননি৷ বছর দু’য়েক আগে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগও ওঠে৷ অভিযোগ, হিমাংশু শাহ নামে এক প্রোমোটার ক্রমাগত চাপ ও হুমকি দিচ্ছিলেন তাঁকে৷ যদিও হিমাংশু শাহ দাবি করেছেন, তিনি গত ২০১২ সালে এই বাড়ি কিনে নেন৷ সুনন্দা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক ছিল৷ বৃদ্ধার স্বামী ও ছেলে হিমাংশুর সঙ্গে চুক্তি করেন৷ হিমাংশু একটি ফ্ল্যাট তাঁদের দেবেন বলে কথা দেন৷ কিন্তু সুনন্দা বার বার প্রোমোটারকে বলতেন, “বাড়িতে মন্দির আছে৷ এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না৷”

Advertisement

প্রোমোটারের বিরু‌দ্ধেই উঠেছিল তাঁকে অপহরণ করার অভিযোগ৷ যদিও প্রোমোটার জানিয়েছেন, সুনন্দা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পর তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়৷ যদিও ওই প্রোমোটার যে চাপ দিয়ে বাড়ির অন্য ভাড়াটেদের উঠিয়ে দেন, সেই প্রমাণ পেয়েছে পুলিশ৷ কিন্তু সুনন্দা কিছুতেই উঠছিলেন না৷ উল্টে তাঁর উপর হামলা চালানো হতে পারে বলে ভবানীপুর থানায় অভিযোগও দায়ের করেন৷ তার পর এদিন বাড়ির মধ্যেই তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি করেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement