Advertisement
Advertisement
মেটিয়াবুরুজ

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল মেটিয়াবুরুজ, সরানো হল ওসিকে

এটি রুটিন বদলি বলেই দাবি লালবাজারের।

OC of Metiabruz Police Station transferred on Tuesday

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 8, 2020 12:53 pm
  • Updated:July 8, 2020 12:53 pm  

অর্ণব আইচ: দু’গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল মেটিয়াবুরুজ (Metiabruz) থানা এলাকা। সেই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই বদলি করা হল মেটিয়াবুরুজ থানার ওসিকে। যদিও লালবাজারের এক কর্তা জানিয়েছেন, এটি রুটিন বদলি, এর সঙ্গে সংঘর্ষের ঘটনার কোনও যোগ নেই। জানা গিয়েছে, কলকাতা পুলিশের আরও কয়েকটি থানার ওসি ও ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের রদবদল হয়েছে।

পুলিশ জানিয়েছে, মেটিয়াবুরুজ থানার ওসি রবীন বন্দোপাধ্যায় বদলি হয়েছেন ওসি পাস (সদর) বিভাগে। তাঁর পদের দায়িত্ব নিচ্ছেন মুকেশ সিং। তিনি পার্ক স্ট্রিট থানার অতিরিক্ত ওসি পদে কর্মরত ছিলেন। ওসি পাস (সদর) সৌরভ ভট্টাচার্য বদলি হয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সিঁথি থানার ওসি সৈকত নিয়োগী এবার দায়িত্ব পেলেন কসবা থানার। কসবার ওসি মানবচন্দ্র দাস বদলি হয়েছেন লালবাজারে গোয়েন্দা বিভাগে। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি অনিমেষ হালদার হলেন সিঁথি থানার নতুন ওসি। ইন্সপেক্টর কৃষ্ণচন্দ্র সাহা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে বদলি হলেন রিজার্ভ ফোর্সে। আমহার্স্ট স্ট্রিট থানার অতিরিক্ত ওসি তীর্থঙ্কর দে হলেন সার্ভে পার্ক থানার নতুন ওসি। সার্ভে পার্ক থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় বদলি হয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সিঁথি থানার অতিরিক্ত ওসি প্রবীরচন্দ্র মণ্ডল হলেন সার্ভে পার্ক থানার নতুন অতিরিক্ত ওসি। সার্ভে পার্কের অতিরিক্ত ওসি সাজিদ মল্লিক বদলি হয়ে আমহার্স্ট স্ট্রিট থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: অমিত ও অস্ত্র পাচারকারীর মাঝে সেতুর কাজ করেছে রাঁধুনি! ফুলবাগান কাণ্ডে নয়া মোড়]

তবে বাকি বদলি রুটিন বলে মানলেও মেটিয়াবুরুজের ওসি বদলের ঘটনা স্বাভাবিক নয় বলেই মনে করা হচ্ছে। কারণ, সোমবার রাতেই কলকাতা পুরসভার ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল এলাকার এক সমাজকর্মীর উপর। এরপরই বচসায় জড়ায় দু’পক্ষ। যা পরে সংঘর্ষের চেহারা নেয়। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মেটিয়াবুরুজ। ঘটনায় প্রশ্ন উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে।

[আরও পড়ুন: ‘কেন্দ্রের পরিকল্পনাহীন লকডাউনেই বেড়েছে সমস্যা, এখন নিরুপায় রাজ্য’, মন্তব্য মন্ত্রী রাজীবের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement