Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

হ্যাকার হানা? হাই কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের সময় ভেসে উঠল অশ্লীল ভিডিও!

সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হল লাইভ স্ট্রিমিং। কীভাবে ঘটল এমনটা? খতিয়ে দেখছে হাই কোর্টের আইটি সেল।

Obscene video flashes during live streaming into the Calcutta HC assumed to be cyber attack
Published by: Sucheta Sengupta
  • Posted:October 28, 2024 4:37 pm
  • Updated:October 28, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতে সওয়াল-জবাবের সময় লাইভ স্ট্রিমিং এখন রোজকার বিষয়। সকলের অবগতির জন্য এই লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেই সরাসরি সম্প্রচারের সময়ই কলকাতা হাই কোর্টে ঘটে গেল বিপত্তি। আচমকাই ভেসে উঠল অশ্লীল ভিডিও! দেখে থ গোটা এজলাস। সঙ্গে সঙ্গে অবশ্য বন্ধ করে দেওয়া হল লাইভ স্ট্রিমিং। কীভাবে এমন বিপত্তি ঘটল? আদালতের কোনও গাফিলতি ছিল কি না, তাও দেখা হচ্ছে হাই কোর্টের আইটি সেলের তরফে।

বর্তমানে আদালতে পূজার ছুটি চলছে। বিশেষ ক্ষেত্রে অবকাশকালীন বেঞ্চে শুনানি হচ্ছে। সোমবার তেমনই একটি শুনানি চলছিল বিচারপতি শুভেন্দু সামন্ত। কলকাতা হাই কোর্টের ৭ নং এজলাসে শুনানি চলছিল। আচমকাই ভেসে ওঠে অশ্লীল ভিডিও। এজলাসে উপস্থিত সকলে চমকে ওঠেন। যদিও সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কীভাবে এই বিপত্তি ঘটল? হাই কোর্টের ইউটিউব চ্যানেলে হ্যাকার হানা নাকি কর্মীদের তরফে কোনও গাফিলতি? সবটাই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বা সাইবার সেলে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।

Advertisement

গত মাসেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের অভিযোগ ওঠে। শুনানি চলাকালীন শীর্ষ আদালতে দেখা যায়, লাইভ স্ট্রিমিংয়ের পরিবর্তে ওই চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। তারও কয়েকদিন আগে আর জি কর মামলার লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তার পরই সুপ্রিম কোর্টের শুনানির সরাসরি সম্প্রচারের সময় ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন চলতে শুরু করে। পাশাপাশি পুরনো ভিডিওগুলোও আর পাওয়া যাচ্ছিল না ইউটিউব চ্যানেলে। যার মধ্যে রয়েছে আর জি কর মামলার শুনানির ভিডিও। এবার হাই কোর্টের লাইভ স্ট্রিমিংয়ে ঘটে গেল বিপত্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement