Advertisement
Advertisement
Cacutta Medical College

স্বাস্থ্যশিক্ষায় গৈরিকীকরণ! বিতর্কের মাঝেই চরকের নামে শপথগ্রহণ মেডিক্যাল কলেজের পড়ুয়াদের

বিষয়টি নিয়ে এখনও তর্কবিতর্ক চলছে।

Oath taking ceremony of Calcutta Medical College in the name of Charak sparks Controversy
Published by: Sucheta Sengupta
  • Posted:February 21, 2022 10:08 pm
  • Updated:February 21, 2022 10:10 pm

অভিরূপ দাস: এমবিবিএস ক্লাস শুরুর দিনই বিতর্ক (Controversy)। কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) প্রথম বর্ষের হবু চিকিৎসকদের পাঠ করানো হল ‘চরক’ শপথ। বহু বছর ধরে চিকিৎসকদের ‘হিপোক্রেটিক ওথ’ নিতে হয়। এতদিন তা নিতে হতো ইন্টার্নশিপ শুরু হওয়ার আগে। গ্রিক চিকিৎসক হিপোক্রেটসের নামাঙ্কিত শপথে চিকিৎসকের ধর্ম পালনের কথা দিতেন ডাক্তারবাবুরা। এবার তার জায়গায় চরকের নামে হল শপথগ্রহণ!

ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। সোমবার এই ঘটনার পর বিক্ষোভ দেখায় এআইডিএসও, মেডিক্যাল সার্ভিস সেন্টার। হিপোক্রেটিক ওথ বদলে এবার চরক শপথ। প্রাথমিক প্রস্তাব এসেছিল আগেই। যাকে ঘিরে জন্ম নিয়েছিল জল্পনা। যদিও এ নিয়ে চূড়ান্ত কোনও নির্দেশিকা এখনও পাঠায়নি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল। যদিও যিনি শপথ পাঠ করিয়েছেন, কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রঘুনাথ মিশ্র জানিয়েছেন, এনএমসির (NMC) গাইডলাইন মেনে চরকের নামে শপথ নেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শিয়ালদহ শাখায় বাড়ছে ট্রেনের গতি, আরও কম সময়ে পৌঁছনো যাবে নামখানা-লালগোলায়]

সোমবার কলকাতা মেডিক্যাল কলেজের এই ঘটনার পর চিকিৎসক মহলে তৈরি হয়েছে শোরগোল। তৃণমূল সাংসদ (TMC MP) শান্তুনু সেন জানিয়েছেন, ”পুরো বিষয়টাই যেখানে বিবেচনার স্তরে সেখানে কলকাতা মেডিক্যাল কলেজ কেন আগ বাড়িয়ে এই কাজটা করতে গেল বুঝলাম না। বিষয়টি খুবই অস্বস্তিকর।” বিজেপি নেতা চিকিৎসক ডা. ইন্দ্রনীল খান যদিও এতে অস্বস্তির কিছু দেখছেন না। তাঁর কথায়, ”মডার্ন মেডিসিন শুধু পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানে আবদ্ধ নয়। প্রাচ্যের চিকিৎসাবিদ্যাও তার মধ্যে অন্তর্ভুক্ত। মেডিক্যাল কলেজে চরকের নামে শপথ নিয়ে এই সত্যিটাকে মান্যতা দেওয়া হল। ব্রিটিশরা আমাদের মধ্যে হিপোক্রেটিক ওথ চাপিয়ে দিয়েছিল। এক স্বদেশী চিকিৎসকের নামে শপথ নিয়ে এতদিন পর আমরা সেই শৃঙ্খল ভাঙলাম।”

[আরও পড়ুন: ২০ বছরের প্রেম, সহবাসের সম্পর্ক অস্বীকার করে অন্য পাত্রীকে বিয়ের ছক, শ্রীঘরে যুবক]

চিকিৎসা (Medical Sector)পেশায় আসার আগে গোটা বিশ্বেই শপথ নেওয়ার প্রচলন রয়েছে। মূলত গ্রিক চিকিৎসক হিপোক্রেটসের নামাঙ্কিত শপথই পাঠ করা হয়। সেটাই ‘হিপোক্রেটিক ওথ’ বা শপথ নামে পরিচিত। অপরদিকে প্রাচীন ভারতের চিকিৎসার ‘জনক’ বলে পরিচিত মহর্ষি চরক। চিকিৎসক সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টারের জেলা সম্পাদক ডা. বিপ্লব চন্দ্র জানিয়েছেন, সোমবার এই ঘটনার মধ্যে দিয়ে চিকিৎসা পেশাতেও গৈরিকীকরণ শুরু হল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement