Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

ফ্ল্যাট প্রতারণা মামলায় ‘ধাক্কা’ নুসরতের, কী নির্দেশ নিম্ন আদালতের?

এর আগে আলিপুর আদালতে আইনজীবীর মাধ্যমে নথি পাঠাতে চেয়ে আবেদন জানিয়েছিলেন নুসরত।

Nusrat Jahan in trouble in the flat fraud case at Alipore Judge Court | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 16, 2024 1:00 pm
  • Updated:January 16, 2024 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানিতে সশরীরে আদালতে হাজিরা দিতেই হবে। আলিপুর জাজ কোর্টের (Alipore Judge Court) এই নির্দেশে ‘ধাক্কা’ খেলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। মঙ্গলবার আলিপুর আদালতের বিচারক জানিয়ে দেন, মামলার শুনানিতে কয়েকদিন নুসরতকে হাজিরা দিতেই হবে। এর আগে আলিপুর আদালতে সাংসদের আবেদন ছিল, তিনি সশরীরে আসতে পারবেন না, আইনজীবী মারফত সমস্ত নথি পাঠাবেন। তা যেন গ্রহণ করে আদালত। কিন্তু তা খারিজ হয়। এর পর নুসরত আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন। তাতেও ধাক্কা। আলিপুর জজ কোর্টের বিচারক জানান, শুনানির শুরুতে তাঁকে কয়েকদিন আদালতের সশরীরে থাকতেই হবে। যদিও এই নির্দেশ নিয়ে এখনও নুসরতের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নেন নুসরত। তার হিসেব দেননি। সেই টাকা তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ ওঠে। গত বছর গড়িয়াহাট থানায় (Gariahat PS) নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিরা। এর পর বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে তাঁরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দপ্তরে তারকা সাংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান।

Advertisement

[আরও পড়ুন: ঘন কুয়াশায় পথকুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, মৃত্যু জলপাইগুড়ির পুলিশ আধিকারিকের]

পরের দিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সেসব অভিযোগ খারিজ করেন বসিরহাটের সাংসদ। দাবি করেন, তিনি যে অর্থ নিয়েছিলেন, তা সুদ সমেত ফেরত দিয়েছেন। এছাড়া ওই সংস্থার ডিরেক্টর (Director) পদে খুব কম সময়ের জন্যই ছিলেন। তাতে অবশ্য শেষরক্ষা হয়নি। কিন্তু আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় এবার আলিপুর জজ কোর্টে ‘ধাক্কা’ খেতে হল তাঁকে।

[আরও পড়ুন: কুয়াশায় দিল্লি বিমানবন্দরে বিপর্যস্ত পরিষেবা, নতুন নির্দেশিকা জারি ডিজিসিএ-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement