Advertisement
Advertisement

Breaking News

Nursing student found hanging in Kolkata

সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? যাদবপুরে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

ভাড়াবাড়ি থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ।

Nursing student found hanging in Kolkata । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:September 25, 2023 11:46 am
  • Updated:September 25, 2023 1:40 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাবালক পড়ুয়ার রহস্যমৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের অঘটন। এবার নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে ভাড়াবাড়ি থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা নাকি অন্য কিছু, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিহত মল্লিকা দাস, বাঁকুড়ার বাসিন্দা। আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন তিনি। পড়াশোনার সূত্রে পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে ভাড়াবাড়িতে থাকতেন পড়ুয়া। আরও বেশ কয়েকজন ওই ভাড়াবাড়িতে থাকতেন।

Advertisement

[আরও পড়ুন: বকেয়া আদায়ে দিল্লির বিশাল কর্মসূচি তৃণমূলের, রাজ্যজুড়ে ভারচুয়াল প্রচারে অভিষেক]

সহ আবাসিকদের দাবি, মল্লিকা অত্যন্ত হাসিখুশি ছিলেন। রবিবার রাতের খাবারদাবার খাওয়ার পর একটি ফোন আসে তাঁর। দীর্ঘক্ষণ ধরে ফোনে কথা বলেন। তারপর মনমরা হয়ে যান। সোমবার সকালে ভাড়াবাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সকলে। তা দেখে কার্যত চমকে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতার পরিবারের লোকজনের সঙ্গে পুলিশ ইতিমধ্যেই যোগাযোগ করেছে। সম্পর্কের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত নিলেন ছাত্রী নাকি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর, জেলাশাসকদের নির্দেশ নবান্নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement