Advertisement
Advertisement

Breaking News

নির্মল মাজি

NRS কাণ্ডের জের, কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভের মুখে নির্মল মাজি

গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলেন জুনিয়ার চিকিৎসকরা৷

NRS row: Nirmal Maji faces protest in Kolkata Medical College
Published by: Tanujit Das
  • Posted:June 14, 2019 5:42 pm
  • Updated:June 14, 2019 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএস কাণ্ডের জেরে কলকাতা মেডিক্যাল কলেজে বেনজির বিক্ষোভের মুকে পড়লেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজি৷ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলেন জুনিয়ার চিকিৎসকরা৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দিলেন পুলিশকর্মীরা৷ বিক্ষোভরত পড়ুয়াদের রোষ থেকে কোনওক্রমে তৃণমূল বিধায়কের গাড়ি বের করেন তাঁরা৷ কিন্তু তারপরেও মেডিক্যাল কলেজের পরিস্থিতি বেশ থমথমে রয়েছে৷

[ আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে মন্তব্য প্রত্যাহার করতে হবে, শর্ত দিলেন আন্দোলনরত চিকিৎসকরা]

Advertisement

সূত্রের খবর, শুক্রবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে সেখানে যান নির্মল মাজি৷ তিনি অধ্যক্ষের ঘরে ঢুকলে, তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা৷ তাঁরা ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন৷ তাঁদের বুঝিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা করেন নির্মল মাজি৷ জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই অধ্যক্ষের ঘরের বাইরে ভিড় জমান জুনিয়র চিকিৎসকরা৷ বাইরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তাঁরা৷ এরপরই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ বাধ্য হয়ে অধ্যক্ষের ঘরের পিছনের দরজা দিয়ে বাইরে বের হন নির্মল মাজি৷ খবর পাওয়া মাত্রই সেখানে জড়ো হন বিক্ষোভরত চিকিৎসকরা৷ তার গাড়ি ধরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তাঁরা৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দিয়ে সেই গাড়ি বাইরে বের করে পুলিশ৷

[ আরও পড়ুন: ‘চুলোয় যাক রাজনীতি’, NRS কাণ্ডে এবার সরব সাংসদ কাকলির ছেলে ]

এনআরএস কাণ্ডে ইতিমধ্যে গণ ইস্তফার ঢল নেমেছে রাজ্যের একাধিক হাসপাতালে৷ বিক্ষোভের উৎসস্থল এনআরএস হাসপাতালে ইস্তফা দিয়েছেন ১০৮ জন চিকিৎসক৷ আরজি কর হাসপাতালে ইস্তফা দিয়েছেন ১২৬ জন চিকিৎসক৷ একই ভাবে এসএসকেএম হাসপাতালেও পদত্যাগ করেছেন ২০০ জন চিকিৎসক৷ তবে নবান্ন সূত্রে খবর, কারও ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি৷ বলা হয়েছে, নিময় মেনে প্রত্যেককে আলাদা ভাবে ইস্তফা দিতে হবে৷ অন্যদিকে, এনআরএস কাণ্ডের প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আগামী ১৭ জুন দেশজুড়ে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement