Advertisement
Advertisement
এনআরএস

এনআরএস কাণ্ডে কী পদক্ষেপ নিয়েছে সরকার, রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

সমাধানসূত্রের খোঁজ করতে হবে রাজ্যকেই, নির্দেশ প্রধান বিচারপতির৷

NRS row: Calcutta HC pulls up Mamata government
Published by: Tanujit Das
  • Posted:June 14, 2019 2:17 pm
  • Updated:June 14, 2019 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাসপাতাল কাণ্ডে কী পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার?’ শুক্রবার দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে এই প্রশ্নই করলেন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ। নির্দেশ দিলেন, আগামী সাতদিনের মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নিয়ে হবে৷ জানাতে হবে হাই কোর্টকে৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দূর করতে রাজ্য সরকারকেই সমাধান সূত্রের খোঁজ করতে হবে৷

[ আরও পড়ুন: ‘নিঃশর্ত ক্ষমা চান মুখ্যমন্ত্রী’, দাবিতে গণইস্তফা আরজি কর হাসপাতালের ৯৬ চিকিৎসকের ]

Advertisement

গত চারদিন আগে এনআরএস হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় যে উত্তেজনা তৈরি হয়েছে, তা এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে৷ দেশের সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে৷ শুক্রবার দেশজুড়ে কর্মবিরতি পালন করছেন দিল্লি, পাটনা, রায়পুর, রাজস্থান ও পাঞ্জাব এইমসের চিকিৎসকরা৷ কর্মবিরতি পালন করছেন মুম্বইয়ের লোকমান্য তিলক মিউনিসিপাল জেনারেল হসপিটালের চিকিৎসকরা৷ একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন দিল্লির সফরদর জং হাসপাতাল-সহ আরও বহু হাসপাতালের চিকিৎসকরাও৷ নাগপুর মেডিক্যাল কলেজেও বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরাও৷ রাজ্যের হাসপাতালগুলিতে গণইস্তফার ঢল নেমেছে৷ ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবার কাঠামো৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত ইস্তফা দিয়েছে রাজ্যের শতাধিক চিকিৎসক৷

[ আরও পড়ুন: ‘আপনি একবার এসে কথা বলুন’, ডাক্তারদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বার্তা অপর্ণার ]

শুক্রবার দুপুরে পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন, নাট্যকার কৌশিক সেন, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও বোলান গঙ্গোপাধ্যায় এনআরএসে যান। ডাক্তারদের সঙ্গে কথা বলেন তাঁরা। জানান, আন্দোলনে তাঁরা ডাক্তারদের পাশে আছেন। হাসপাতাল চত্বর থেকেই অপর্ণা সেন মুখ্যমন্ত্রীকে বলেন, “হাতজোড় করে অনুরোধ করছি। আপনি আসুন। কথা বলুন। এদের সমস্যা বোঝার চেষ্টা করুন।” নাট্যকার কৌশিক সেনও একহাত নেন মুখ্যমন্ত্রীকে। এনআরএসের ডাক্তারদের এই ভয়ানক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সরাসরি নাট্যকারের বার্তা, “প্রশাসনকে বুঝতে হবে আপনারা ছাড়া চলবে না। একটা ব্যাপার আমরা সবাই বুঝে পারছি, এনাফ ইজ এনাফ। ওনাকে বুঝতে হবে, উনি সকলের মুখ্যমন্ত্রী। আমরা যদি পরিকাঠামো উন্নতি না করে ক্লাবকে টাকা দিতে থাকি, তাহলে চলবে না। দরকার হলে শিল্পের জন্য কাজ করতে হবে না। সেই টাকা চিকিৎসায় দিন। ফিল্ম ফেস্টিভাল বন্ধ করুন একবছর।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement