Advertisement
Advertisement
TMC

জেলে থাকাকালীন ‘জঙ্গি’ তকমা! শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা নওশাদের

কী বললেন নওশাদ?

Nowsad Siddiqui files defamation case against TMC MLA | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 11, 2023 5:19 pm
  • Updated:April 11, 2023 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবমাননাকর মন্তব্যের অভিযোগ। এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddiki)। অবিলম্বে নিঃর্শত ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। 

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। ধর্মতলায় অশান্তির ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় ৪২ দিন জেল হেফাজতে ছিলেন তিনি। এই দীর্ঘ সময়ে শাসকদলের নেতারা বিভিন্নভাবে আক্রমণ করেছেন নওশাদকে। অশান্তির ঘটনায় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। দাবি, সেই সময় ক্যানিং পূর্বের তৃণমূূল বিধায়ক শওকত মোল্লা বিভিন্ন সংবাদমাধ্যমে নওশাদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ করেছে বলে দাবি করেন। শুধু তাই নয়, নওশাদের সঙ্গে পাকিস্তান ও কাশ্মীরের জঙ্গি সংগঠনের আর্থিক লেনদেনের অভিযোগও করেছিলেন তৃণমূল বিধায়ক। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক। 

Advertisement

[আরও পড়ুন: QR কোড স্ক্যান করলেই মিলবে আউটডোরের টিকিট! সরকারি হাসপাতালে নয়া সুবিধা]

মঙ্গলবার সকালে ব্যাঙ্কশাল আদালতে যান ভাঙড়ের বিধায়ক। তিনি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। নওশাদ এদিন বলেন, “আমি যখন জেলে ছিলাম শওকত মোল্লা বলেছিলেন আমি নাকি জঙ্গি সংগঠনে যুক্ত। আসলে ওরা বুঝতে পারছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই বদনাম করা হচ্ছে। কিন্তু ওদের মতো করে ভাষার লড়াই তো আমি করব না। তাই আইনের দ্বারস্থ হয়েছি। মানহানির মামলা করেছি। ওনাকে ক্ষমা চাইতে হবে।” এ বিষয়ে এখনও শওকত মোল্লার কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

[আরও পড়ুন: অয়ন শীলের পুর দুর্নীতির টাকা কোন প্রভাবশালীর হাতে? আদালতে খোঁজ দিচ্ছে ইডি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement