Advertisement
Advertisement

Breaking News

চালক ছাড়াই এবার শহরে মিলবে গাড়ি

স্টিয়ারিং থাকবে আপনারই হাতে৷ শুধু গুনতে হবে ঘণ্টা পিছু টাকা৷

Now You Can Hire A Car Without A Driver
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 11:41 am
  • Updated:September 27, 2016 11:41 am  

নব্যেন্দু হাজরা: বাড়িতে গাড়ি নেই৷ কিন্তু ইচ্ছে আছে গাড়ি চালিয়ে স্ত্রীকে নিয়ে মন্দারমণিতে ঘুরতে যাওয়ার৷ একটু একান্তে৷ কিন্তু উপায় কী! কারণ চালক ছাড়া তো আর গাড়ি ভাড়া পাওয়া যাবে না৷ আর গাড়ি ভাড়ায় নিলে চালক আপনার হাতে স্টিয়ারিংও ছাড়বেন না৷ অতএব গাড়ি না থাকায় স্বপ্নের অকালমৃত্যু!
এমনটা ভাবলে ভুল করছেন! আপনার কাছে গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেই এবার ভাড়ায় পাবেন গাড়ি৷ মানে চালক ছাড়াই৷ নিজের হাতে স্টিয়ারিং৷ আর গাড়ি চালিয়ে যতদূর খুশি ঘুরে বেড়ান৷ শুধু গুনতে হবে ঘণ্টা পিছু টাকা৷
রাজ্য পরিবহণ দফতরের তরফে এবার আনা হচ্ছে রেন্ট আ ক্যাব স্কিম৷ কমার্শিয়াল লাইসেন্স ছাড়াই ভাড়ায় গাড়ি ছোটাতে পারা যাবে এবার৷ অনলাইনে করা যাবে ভাড়ার গাড়ি বুক৷ যে কোনও গাড়ি সংস্থা এই স্কিমের আওতায় গাড়ি ভাড়া খাটাতে পারবেন৷ তবে পরিবহণ দফতরের ছাড়পত্র নিয়েই৷ আপাতত একটি বেসরকারি সংস্থা এই রেন্ট আ ক্যাব গাড়ি নামাতে চলেছে৷ ‘মাই চয়েস ডট কম’ লিখে ইন্টারনেটে সার্চ মারলেই আপনার কাছে অপশন আসবে৷ সেখানেই প্রথমে ভোটার কার্ড বা আধার কার্ডের বিবরণ আপলোড করতে হবে৷ দিতে হবে ড্রাইভিং লাইসেন্সের নম্বর৷ নথিভুক্ত হওয়ার পর ওই সংস্থার তরফেই যোগাযোগ করা হবে আপনার সঙ্গে৷ নির্দিষ্ট ভাড়ায় মিলবে গাড়ি৷ তবে চালক ছাড়া গাড়ি ভাড়া নেওয়ায় রেটটা একটু কমই হবে৷ অবশ্য কী ধরনের গাড়ি আপনি চান, সেই পছন্দ আপনার উপরই ছেড়ে দিচ্ছে ওই সংস্থা৷
পরিবহণ দফতরের এক কর্তা জানান, প্রচুর পর্যটক আসেন এ রাজ্যে৷ যাঁরা বেড়ানোর জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির থেকে গাড়ি ভাড়া নেন৷ তাতে চালকও থাকেন৷ ফলে নিজে হাতে আর স্টিয়ারিং ধরা হয় না৷ তাঁরা এবার নিজেরাই গাড়ি ছুটিয়ে ঘুরে বেড়াতে পারবেন৷ তবে তাঁদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে৷ পরিবহণ দফতরসূত্রে খবর, এতদিন পর্যন্ত চালক ছাড়া গাড়ি ভাড়া পাওয়া যেত না৷ যদিও বা কেউ আইন না মেনে পেতেন, সেক্ষেত্রে তাঁকে গাড়ি চালানোর সময় কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স দেখাতে হত৷ কিন্তু এবার সাধারণ ড্রাইভিং লাইসেন্স দেখিয়েই যে কেউ গাড়ি পেতে পারেন৷ সেই কারণেই নতুন এই রেন্ট আ ক্যাব স্কিম৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement