Advertisement
Advertisement

Breaking News

Railway

ক্যাশ নেই? সমস্যা কী! এবার নগদ ছাড়াও হাওড়ায় কাউন্টার থেকে মিলবে ট্রেনের টিকিট!

ব্যাপারটা কী?

Now you can book ticket from railway ticket counter without cash
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 16, 2024 8:08 pm
  • Updated:March 16, 2024 8:40 pm  

সুব্রত বিশ্বাস: হাতে টাকা না থাকলেও সমস্যা নেই। এবার ক্যাশ ছাড়াও কাউন্টারে গিয়ে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন যাত্রীরা। শিয়ালদহ, কলকাতার পর আজ শনিবার থেকে হাওড়া স্টেশনেই মিলছে এই পরিষেবা।

জানা গিয়েছে, কাউন্টারে মেশিনে বাইরে থেকেই ‘ফেয়ার রিপিটার’ দেখতে পারবেন যাত্রীরা। সেখানেই ভেসে উঠবে ‘কিউআর’ কোড। স্ক‌্যান করেই বিনিময় করতে পারবেন যাত্রীরা। কোনওরকম নগদ অর্থ বহন করার প্রয়োজন যেমন হবে না, তেমন খুব সহজে ও তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন যাত্রীরা। পূর্ব রেলের প্রিন্সিপ‌্যাল চিফ কমার্শিয়াল ম‌্যানেজার সৌমিত্র মজুমদার জানান, ডিজিটাল পদ্ধতি বিকেন্দ্রীকরণের পাশপাশি একাধিক সুবিধা জন‌্য এই ব‌্যবস্থা চালু হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় ৭ দফায় নির্বাচন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট? রইল পূর্ণাঙ্গ তালিকা]

রেল সূত্রে খবর, এটিভিএম মেশিন ও পিওএস মেশিনে সব ক্ষেত্রেই এই কিউআর কোডের মাধ‌্যমে টিকিট কাটতে পারছেন যাত্রীরা। এবার সংরক্ষিত টিকিট কাটতে পারবেন নগদ ছাড়াই। হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, হাওড়া স্টেশনে একটি কাউন্টার চালু হচ্ছে। এর পর অন‌্য স্টেশনগুলিতেও এই পরিষেবা মিলবে।

[আরও পড়ুন: ভোটের প্রচারে ভুয়ো খবর রুখতে তৎপর কমিশন, সোশাল মিডিয়া, টিভিতে কড়া নজরদারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement