Advertisement
Advertisement
New Town

নর্দমার অন্ধকূপে আর মৃত্যু নয়! এবার পাঁক তুলবে রোবট, নিউটাউন উন্নয়ন পর্ষদের উদ্যোগ

পরীক্ষামূলকভাবে এক কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে তিনটি রোবট।

Now Sewer cleaning Robot to stop manual scavenging at New Town | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 10, 2023 2:01 pm
  • Updated:June 10, 2023 2:17 pm

দিশা ইসলাম, বিধাননগর : সাফাই কর্মীদের পাশাপাশি এবার নিউটাউন শহর নিকাশি নালা পরিষ্কারের কাজ করবে স্বয়ংক্রিয় রোবট (Robot)। নিকাশির কাজে অত্যাধুনিক ভাবনা কাজে লাগাচ্ছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ (NKDA)। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় এক কোটি টাকা ব্যয়ে পরীক্ষামূলকভাবে আপাতত তিনটি রোবট কেনা হয়েছে। এগুলি নিউটাউন উপনগরীর ব্লকে কাজ করবে। এর আগে কেরল ও অসমে এই ধরনের রোবট কাজ করলেও এ রাজ্যে এমন যন্ত্র প্রথম ব‌্যবহার হতে চলেছে। অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে রোবটগুলি।

শুক্রবার দুপুরে নিউটাউন ডিসি ব্লকে রোবট তিনটি পরীক্ষামূলকভাবে কাজে নামায় কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন, সিইও প্রশান্তকুমার বড়াই ও রোবট নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরাও। দেবাশিস সেন জানিয়েছেন, রোবট তিনটি নিউটাউনের তিনটি অ‌্যাকশন এরিয়ায় কাজ করবে।

Advertisement

[আরও পড়ুন: বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার: আদালতে ক্ষমা চেয়ে মুক্তি, সতর্ক করা হল অভিযুক্তদের]

এতে শক্তিশালী ক্যামেরা ও এলসিডি স্ক্রিন আছে। যার সাহায্যে ম্যানহোলের ভিতরে বর্জ্য, গ্যাস সব কিছুর সন্ধান পাওয়া যাবে। এনকেএডিএ সূত্রে খবর, নিকাশি নালা, ম্যানহোল পরিষ্কারে যাতে আর কোনও প্রাণহানি না হয় সেজন্য স্বয়ংক্রিয় সাফাই যন্ত্র বা রোবট আনা হয়েছে। এতে অল্প সময় ও নিরাপদে অনেক বেশি সাফাই কাজ করা যাবে।

[আরও পড়ুন: রাজ্যে জারি আদর্শ আচরণবিধি, প্রধানমন্ত্রী রোজগার মেলা বন্ধ রাখার নির্দেশ নির্বাচন কমিশনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement