Advertisement
Advertisement

Breaking News

রেকর্ড করে রাখা হবে পিএসসি পরীক্ষার ভিডিও

পুজোর আগেই বের হতে পারে ডব্লুবিসিএস-এর ফল৷

Now PSC Exams will be recorded in video.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 1:51 pm
  • Updated:September 24, 2016 1:51 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: শুরু হয়েছিল ডব্লুবিসিএস পরীক্ষা দিয়ে৷ তবে এখন পাবলিক সার্ভিস কমিশনের সব লিখিত পরীক্ষাতেই সিসিটিভির নজরদারি চালানো হবে৷ লিখিত পরীক্ষার ভিডিও রেকর্ডিং করে রাখা হবে৷ একইরকমভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষারও ভিডিওগ্রাফি করে রাখা শুরু হয়েছে৷ পাবলিক সার্ভিস কমিশনের শীর্ষকর্তাদের বক্তব্য, ভবিষ্যতে কোনওরকম বির্তক এড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে৷ পিএসসির এই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷ অর্থাৎ এখন থেকে পাবলিক সার্ভিস কমিশন নিয়ন্ত্রিত সব পরীক্ষাতেই এই নিয়ম কার্যকর হবে৷

পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম-সহ বেশ কয়েকজন সদস্য খুব শীঘ্রই অবসর নেবেন৷ ফলে এই স্বশাসিত সংস্থায় ব্যাপক রদবদল হওয়ার কথা৷ ফের নতুন সদস্য নিয়োগ করতে হবে নবান্নের কর্তাদের৷ এক মাস আগে অবসর নিয়েছেন এক সদস্য সৌরভ সরকার৷ নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহে অবসর নেওয়ার কথা আরেক সদস্য অনাদি কুণ্ডুর৷ আগামী মাসের শুরুতেই অবসর নেওয়ার কথা চেয়ারম্যান শহিদুল ইসলামের৷ নিয়ম অনুযায়ী রাজ্য সরকার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা না করা পর্যন্ত কমিশনের ‘সিনিয়র’ সদস্যই অস্থায়ী চেয়ারম্যান হিসাবে কাজ চালান৷ সেই অনুযায়ী দেবপ্রিয় মল্লিকের অস্থায়ী চেয়ারম্যান হিসাবে কাজ চালানোর কথা৷

Advertisement

আবার সামনের বছরের মার্চ মাসে ননীগোপাল মুখোপাধ্যায়ও অবসর নেবেন৷ এছাড়াও পিএসসির বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মী নিয়োগ হয়নি৷ তাই পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত শূন্য পদে নিয়োগ জরুরি বলেই মনে করেন নবান্নের শীর্ষকর্তারা৷

জুনিয়র ইঞ্জিনিয়ার-সহ কলেজ শিক্ষক ও অন্যান্য পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে – নবান্নের এই নির্দেশের প্রেক্ষিতে গত তিন মাস ধরে প্রতি শনি ও রবিবার মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে পিএসসিতে৷ ছুটির দিনেও অফিস করছেন কমিশনের সদস্যরা৷ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে প্রায় আটশো জনকে বেছে নেওয়া হবে৷

এদিকে চলতি বছরের ডব্লুবিসিএস পরীক্ষার ফলও পুজোর আগে বেরোতে পারে বলে পিএসসি সূত্রে খবর৷ তাই তৎপরতা এখন তুঙ্গে কমিশনের কর্তাদের মধ্যে৷ কমিশনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগেই ফল প্রকাশ করা হবে ডব্লুবিসিএসের৷ আগামী দিনে পরীক্ষা পদ্ধতিরও ব্যাপক পরিবর্তন আনতে চলেছে পিএসসি৷ পরীক্ষার্থীদের সুবিধার জন্য বড় উত্তরের  বদলে ছোটও সংক্ষিপ্ত উত্তরের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement