ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নবান্নেই করা যাবে প্রেগন্যান্সি টেস্ট। এখানেই শেষ নয়, করতে পারবেন কোভিড, হিমোগ্লোবিন-সহ নানা টেস্ট। মাপতে পারবেন টেম্পারেচার, ব্লাড প্রেশার।
ব্যাপারটা ঠিক কী? নবান্নে পুরোদস্তুরভাবে চালু হতে চলেছে ক্লাউড ক্লিনিক হেলথ কিয়স্ক। এর মাধ্যমে ৫০ টিরও বেশি টেস্ট করা যাবে একই জায়গায়। তার মধ্যে রয়েছে কোভিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি, ওয়েট, টেম্পারেচার, ব্লাড প্রেশার, চক্ষু পরীক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গি, টাইফয়েড, হেপাটাইটিস বি ও সি, চিকুনগুনিয়া, রক্তে শর্করা, বিলিরুবিন, ক্রিয়েটিনিন, মাইক্রোঅ্যালবুমিন, লিউকো সাইটস,পিএইচ, প্রোটিন, নাইট্রেট, গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন-সহ ডিজিট্যাল হেলথ রেকর্ড বিএমআই। করা যাবে প্রেগন্যান্সি টেস্টও। জানা গিয়েছে, এই ক্লাউড ক্লিনিকে থাকছে ব্যাটারি। একবার চার্জ দিলে চলবে ৪৮ ঘণ্টা। ফলে বিদ্যুৎ না থাকলেও সমস্যার কিছু নেই। আপাতত নবান্নে এই ক্লাউড ক্লিনিক হলেও পরবর্তীতে এসএসকেএম, কলকাতা পুরসভা-সহ একাধিক জায়গায় বসানোর পরিকল্পনা চলছে।
কিন্তু নিশ্চয় ভাবছেন, টেস্ট তো করাবেন কিন্ত রিপোর্ট পাবেন কীভাবে? জানা গিয়েছে, পরীক্ষার পরই রোগীর হোয়াটসঅ্যাপে পিডিএফ ফরম্যাটে পৌঁছে যাবে রিপোর্ট। এছাড়া থার্মাল প্রিন্টারের মাধ্যমে মিলবে ছাপানো রিপোর্ট। অর্থাৎ ঝক্কি অনেক কম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.