Advertisement
Advertisement
Madan Mitra takes on Rudranil Ghosh with satirical song

Madan Mitra: কবিতার পর এবার গান গেয়ে রুদ্রনীলকে খোঁচা, ‘নীল গিরিগিটি’ কটাক্ষ মদন মিত্রের

কামারহাটির তৃণমূল বিধায়কের গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Now Madan Mitra takes on Rudranil Ghosh with satirical song । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 13, 2022 8:17 pm
  • Updated:April 13, 2022 8:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুব্রত মণ্ডলের সিবিআই তলব এড়ানো নিয়ে কবিতাপাঠ করেছিলেন আগেই। হাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদেও মুখ খুলেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সোশ্যাল মিডিয়ায় আরও একটি কবিতাপাঠ করেছেন তিনি। রুদ্রনীলের একের পর এক কবিতার পালটা জবাব কবিতার মাধ্যমে দিয়েছিলেন মদন মিত্র। এবার গান বাঁধলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রুদ্রনীলকে ‘নীল গিরিগিটি’ বলে কটাক্ষও করেন তিনি।

বুধবার দুপুরে মদন মিত্র (Madan Mitra) এসএসকেএম হাসপাতালে যান। লাইন দিয়ে চিকিৎসককে দেখান তিনি। চিকিৎসক দেখেন তাঁকে। প্রেসক্রিপশনে বেশ কিছু ওষুধ লিখে দেন। এবং কয়েকটি পরীক্ষা করার কথাও লেখেন। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেন। একজন দাপুটে তৃণমূল নেতা হওয়া সত্ত্বেও আর পাঁচজন সাধারণ নাগরিকের মতো লাইন দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়।

Advertisement

[আরও পড়ুন: সহবাসের পর সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি পোস্ট প্রেমিকের, পুলিশের দ্বারস্থ তরুণী]

এরপর ফেসবুক লাইভে আসেন মদন মিত্র। একটি গান করেন তিনি। গানের প্রতিটি লাইনে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। রুদ্রনীলকে ‘নীল গিরিগিটি’ বলে কটাক্ষ করেন। গানের কথা অনুযায়ী, “নীল গিরগিটি ডাকছে আবার কুটুর কুটুর করে/অন্ধকারে গিরিগিটিটা ডাকছে আবার ঘরে/ আহা কুটুর কুটুর করে/কেউ তো চুলকে দেওয়ার ভোটেই গেছে বোঝা/ কেউ তো নেই অন্ধকারে কুটুর দারুণ সোজা/পলিটিক্সের পোশাক যখন খুশি খোলো বামপন্থার নাম করে তো অনেক কিছু তোলো/ চিটিংবাজির পলিটিক্সেও অনেকদিন হল/ কুটুর অনেকদিন হল/ পথে এবার নামো সাথী মানুষের কাজ করো/ আয়নাটাকে হাতে নিয়ে নিজের মুখে ধরো/ একটা সময় তেল দিয়েছো, গ্যাস দিয়েছো তুমি/ লক্ষ টাকার চাকরি পেয়ে চরণ দিতে চুমি/ দু’নৌকোয় পা রেখেছো দুটোই যাবে ডুবে/ সূর্য তখন পশ্চিমে নয়, পূবেই যাবে ডুবে/ ফেসবুকেতে ফেস দেখিয়ে কামাচ্ছো তো বেশ/ যা তা বলেও পার পেয়ে যাও, জানো কেউ দেবে না কেস/ গিরিগিটিকেও হার মানাবে রং বদলের মাস্টার/ আগে থেকে করিয়ে রাখো হাতে পায়ে প্লাস্টার।” 

কবিতার মতো মদন মিত্রের গানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষেই। অনুগামীরা সকলেই তাঁর গানের প্রশংসা করছেন। পালটা রুদ্রনীল কোনও জবাব দেন, সেদিকেই এখন নজর সকলের। 

[আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন খুঁটিনাটি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement