অর্ণব আইচ: ৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হয় ভারতীয় ‘নৌদিবস’। কলকাতায় ওই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার, ২৩ নভেম্বর খিদিরপুর বন্দরে এসে পৌঁছল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সাবিত্রী’। নৌ-বাহিনীর বেশ কয়েকটি নজরদারি জলযানে সওয়ার হয়ে সেনা আধিকারিকরা স্বাগত জানান ‘সাবিত্রী’কে।
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে ‘আইএনএস সাবিত্রী’ তৈরি করে মুম্বইয়ের মাজাগন ডক লিমিটেড। সাড়ে তিন দশক আগে ১৯৯০ সালের ৭ জুন নৌসেনার হাতে সাবিত্রীকে তুলে দেয় জাহাজ নির্মাণ সংস্থা। ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে উপকূলরক্ষক, দেশের জলসীমার অন্যতম পাহারাদার ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘আইএনএস সাবিত্রী’। ১৫ নট (৩০ কিমি/ঘণ্টা) সর্বোচ্চ গতিসম্পন্ন এই জাহাজে রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক বৈশিষ্ট্য, যেমন ৪০x৬০ বোফর্স গান এবং চেতক হেলিকপ্টার পরিচালনার উপযোগী হেলিপ্যাড রয়েছে এই যুদ্ধজাহাজে। কমান্ডার বিজয় ঝা-র নেতৃত্বে এই জাহাজ উপকূল এবং সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে নৌবাহিনীর গৌরবময় বিজয়কে স্মরণ করা হয় ভারতীয় নৌদিবসে।উল্লেখ্য, ২৪, ২৫ ও ২৬ নভেম্বর আমজনতার জন্য এনএস সাবিত্রী পরিদর্শনের ব্যবস্থা করেছে নৌসেনা। ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত বিনামূল্যে জাহাজ পরিদর্শন করতে পারবে পড়ুয়া এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরা। কেবলমাত্র আধার কার্ড থাকলেই ভারতীয় নৌসেনার ইতিহাস ও ঐতিহ্য চোখ বোলানো যাবে। যা গোটা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.