Advertisement
Advertisement

Breaking News

চাকরি খোঁজার দিন শেষ, এবার চাকরির সন্ধান দেবে ই-পোর্টাল

জানেন কীভাবে?

Now e-portal to generate employment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2018 4:49 pm
  • Updated:June 29, 2018 4:49 pm  

স্টাফ রিপোর্টার:  জনসংখ্যা যত বাড়ছে, ততই বাড়ছে বেকারত্বও৷ একটি চাকরির জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে কর্মপ্রার্থীদের৷ নানা কারণে আটকে বিভিন্ন সরকারি পদে নিয়োগ৷ বেসরকারি ক্ষেত্রেও চাকরি সহজলভ্য নয়৷ হয়রানি বাড়ছে বেকারদের৷ পরিস্থিতি এমনই যে, ইঞ্জিনিয়ারিং পাশ করেও পছন্দমতো চাকরি না পেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ তবে এবার চাকরি খুঁজতে হবে না৷ বরং বিভিন্ন সংস্থাই খুঁজে নেবে কর্মপ্রার্থীদের৷ পড়ুয়াদের জন্য এমনই অভিনব উদ্যোগ নিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷ কর্মসংস্থানের লক্ষ্যে চালু হচ্ছে ই-পোর্টাল৷

[‘সাবধানের নেইমার’, কলকাতা পুলিশের স্লোগানের কপিরাইট নিয়ে তুঙ্গে বিতর্ক]

Advertisement

স্নাতক হলে কথাই নেই৷ নিদেনপক্ষে ম্যা্ট্রিক পাশ করা কর্মপ্রার্থীদেরও চাকরি পেতে অসুবিধা হত না৷ এমনকী, কোনও ডিগ্রি ছাড়াও চাকরি পেয়ে গিয়েছেন, এমন উদাহরণ ভুরি ভুরি৷ কিন্তু, সে বহুযুগ আগের কথা৷ সরকারিই বলুন কিংবা বেসরকারি, এখন আর চাকরি পাওয়া অত সহজ নয়৷ নামী সংস্থা থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেও বেকার বহু যুবক-যুবতী৷ আর যাঁরা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাঁদের চাকরি হচ্ছে না নানা কারণে৷ এই যখন পরিস্থিতি, তখন পড়ুয়াদের কর্মসংস্থানের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷

কোন সংস্থায় লোক নেওয়া হচ্ছে?  কীভাবে নিয়োগ হবে?  এসব খোঁজ খবর রাখতে হয় কর্মপ্রার্থীদেরই৷ এমনকী, সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা হয় ঠিকই৷ তবে সব সময় পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়, এমনটা নয়৷ সোজা কথায়, চাকরি খোঁজার দায় বেকারদেরই৷ কিন্তু, উলটোটা কী হতে পারে না? ধরুন, যে সংস্থার লোকের প্রয়োজন, তারা খুঁজে নিল বেকার যুবক-যুবতীদের৷ এই ভাবনা থেকে পড়ুয়াদের জন্য ই-পোর্টাল খুলেছে  মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার ‘makautplacement.com’  নামে ওই ই-পোর্টালের শুভ সূচনা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপাচার্য সৈকত মিত্র বলেন, ‘প্লেসমেন্ট বা চাকরির জন্য রাজ্যে সেরকম কোনও পোর্টাল নেই৷ কয়েকটি বেসরকারি পোর্টাল আছে বটে৷ তবে কর্মপ্রার্থীরা সেখান থেকে ঠিকমতো সাহায্য পান না৷ আমাদের পোর্টালে জাতীয় ও বহুজাতিক সংস্থায় চাকরি খবর পাওয়া যাবে৷ উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ২০০টি কলেজের পড়ুয়া৷’

ছবি: আশুতোষ পাত্র

[ডাক্তারদের উপর হামলা রুখতে হাসপাতালে পোস্টার, উদ্যোগ পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement