Advertisement
Advertisement

এই ছয় মেট্রো স্টেশনে এবার মিলবে ওলা পরিষেবা

তাও আবার ইন্টারনেট ছাড়াই৷ ঘোষণাটা শুনেছেন কি?

Now can get Ola from these metro stations of Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 9:50 am
  • Updated:February 28, 2017 9:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম এখনও পুরোদমে পড়তে পারেনি৷ এর মধ্যেই রোদের তাপ টের পাওয়া যাচ্ছে৷ এই চড়া রোদের মধ্যে স্বস্তির খবর এনেছে বেসরকারি ক্যাব সংস্থা ওলা৷ শুধু উপভোক্তাদের জন্যই নয়, শহর কলকাতার সমস্ত নিত্যযাত্রীদের জন্য৷ কারণ এবার থেকে আর হামেশা নেট খরচ করে বুক করতে হবে না বেসরকারি এই ক্যাব৷ সুবিধামতো মেট্রোস্টেশনের পাশেই পেয়ে যাবেন ওলা কিয়স্ক৷ যেখান থেকে অনায়াসেই চড়তে পারবেন এই ক্যাবে৷

বড়বাজারে বিধ্বংসী আগুনের জের, আশঙ্কা যানজটের

Advertisement

মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে এই পরিষেবা৷ আপাতত শহরের ছ’টি মেট্রোস্টেশনের বাইরে চালু করা হয়েছে ওলার কিয়স্ক৷ এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সরোবর, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ এলাকা – ব্যস্ত এই স্টেশনগুলির বাইরেই প্রয়োজন অনুযায়ী পাওয়া যাবে ওলা ক্যাব পরিষেবা৷

সেনা জওয়ানকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে

আর এর জন্য স্মার্টফোনেরও প্রয়োজন নেই৷ কারণ প্রত্যেক স্টেশনের বাইরে ওলার কিয়স্কে থাকবেন সংস্থার প্রতিনিধিরা৷ নিত্যযাত্রীদের ক্যাব বুক করতে সবরকম সাহায্য করবেন তাঁরা৷ বিশেষ করে যাঁদের কাছে স্মার্টফোন নেই৷ জানিয়েছেন মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷

অ্যাপোলো কাণ্ডে ৬ সদস্যের তদন্ত কমিটি গড়ল রাজ্য

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement