সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরজুড়ে আলোর চলাচল। ঠাকুর দর্শনে ইতিমধ্যেই রাজপথে মানুষজনের ঢল। প্যান্ডেলে প্যান্ডেলে থিমের লড়াই। দক্ষিণ থেকে উত্তর সব মণ্ডপেই অভিনবত্বের ছোঁয়া।
এক ঝলকে দেখে নিন উত্তর কলকাতার ৫ টি মণ্ডপ।
কাশী বোস লেন সর্বজনীন
কাশী বোস লেনের পুজোর থিম এবার মাটির টানে মায়ের মণ্ডপ। শিল্পী অদিতি চক্রবর্তী। মণ্ডপে ঢুকলেই এক অন্যরকম অনুভূতি। প্রতিমাও বেশ অন্যরকম। হালকা আলোতে সাজানো এই মণ্ডপ মন কেড়ে নেবে।
দমদম পার্ক ভারতচক্র
আমি নিয়েই সবাই ব্যস্ত। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা নিজেদেরই জাহির করে চলেছি। আমরা হয়ে উঠছি না। আমিত্বে আটকে না থেকে আমরা হয়ে ওঠার মধ্যে রয়েছে আলাদা আনন্দ। এরকমই এক ভাবনা নিয়ে মণ্ডপ সাজিয়েছে দমদম পার্ক ভারতচক্র।
দমদম তরুণ দল
দমদম তরুণ দলের মণ্ডপে উঠে এসেছে কলকাতা। তবে কলকাতার একেবারে অন্যরকম রূপ। বলা ভাল একটু অচেনা কলকাতার দেখাই মিলবে এই মণ্ডপে। ঠিক যেন তিলোত্তমার কোলাজ। শিল্পী প্রদীপ দাস।
কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ
কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয় এবার প্রতি মাতেই প্রতিমা অর্থাৎ প্রতিটি মায়ের মধ্যে রয়েছে দেবী দুর্গার রূপ। মাকে ভালবাসলেই দেবী দুর্গাকে ভালবাসা। এই মণ্ডপ সেজে উঠেছে পুজোয় ব্যবহার হওয়া সামগ্রী দিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.