সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন। আবারও দাম বাড়ল ভরতুকিবিহীন রান্নার গ্যাসের। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ফের কপালে হাত আমজনতার। কীভাবে সংসারের খরচ সামলাবেন সেই চিন্তা রাতের ঘুম কেড়েছে তাঁদের।
ডিসেম্বরের শুরুতেই এক লাফে সাড়ে ১৯ টাকা দাম বেড়েছিল ভরতুকিবিহীন সিলিন্ডারের। সেই সময় ৭২৫টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হচ্ছিল গ্যাস। ৩১ দিনের মাথায় আবারও ২১টাকা ৫০ পয়সা বাড়ে রান্নার গ্যাসের দাম। এবার এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ল ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম। বেড়ে কলকাতায় ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৯৬ টাকা। বুধবার থেকে কার্যকর হবে নতুন দাম।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে বদলে যায় ভরতুকির পরিমাণও। কেন্দ্রীয় সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি দেয়। ভরতুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। ভরতুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তবে বারোটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভরতুকি পান না গ্রাহকেরা। এবার সেই ভরতুকিহীন রান্নার গ্যাসেরই বাড়ল দাম।
আলু, পিঁয়াজ, মাছ, মাংস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। রান্নার গ্যাসেরও দাম বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে গৃহস্থের। ঊর্ধ্বমুখী বাজারে সংসার চালানোই যেন দায় হয়ে গিয়েছে মধ্যবিত্তের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.