Advertisement
Advertisement

Breaking News

মামলা দায়ের করতে গিয়ে এজলাসের মধ্যেই হেনস্তার শিকার বিজেপির আইনজীবী

আইনজীবী দেবাশিস সাহাকে পাঁজাকোলা করে বাইরে নিয়ে আসার অভিযোগ।

Nomination Row: BJP lawyer beaten in Calcutta HC premises
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2018 4:53 pm
  • Updated:April 10, 2018 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপতি নিয়োগের দাবিতে চলছে আইনজীবীদের কর্মবিরতি৷ লাগাতার কর্মসূচির জেরে লাটে উঠেছে কলকাতা হাই কোর্টের স্বাভাবিক কাজ৷ আইনজীবীদের  কর্মবিরতির গুরুত্ব না দিয়ে বিজেপির হয়ে মামলা দায়ের করার অভিযোগে আইনজীবীকে আদালত চত্বর থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে৷

ঘটনার সূত্রপাত আজ দুপুরে৷ অভিযোগ, আইনজীবীদের কর্মবিরতি উপেক্ষা করে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় দায়ের করতে এজলাসে হাজির হন বিজেপিপন্থী আইনজীবী দেবাশিস সাহা৷ কর্মবিরতির মাঝে আইনজীবীর মামলা দায়েরের খবর মুহূর্তেই পৌঁছে যায় বার অ্যাসোসিয়েশনের কাছে৷ এজলাসের মধ্যেই শুরু হয় নাটকীয় অধ্যায়৷ অভিযোগ, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের সামনেই বার অ্যাসোসিয়েশনের ১০-১২ জনের একটি আইনজীবীর দল দেবাশিসবাবুকে পাঁজাকোলা করে এজলাস থেকে বের করে দেয়৷ সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ৷ বেশ কয়েক দফায় মারধর করা হয় বলেও বিজেপির আইনজীবী সেলের তরফে অভিযোগ তোলা হয়৷

Advertisement

বিজেপির তরফে মারধরের অভিযোগ তোলা হলেও এদিনের এই ঘটনায় দায় নিতে অস্বীকার করেছে বার অ্যাসোসিয়েশন৷ জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ করা না পর্যন্ত তাঁদের এই আন্দোলন কর্মসূচি চলবে৷ তবে, আন্দোলন ভেঙে যদি কোনও আইনজীবী কোনও মামলা দায়ের করতে যান, তাঁকে বাধা দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

আদালত সূত্রে খবর, গত ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ১৮ তারিখ পর্যন্ত হাই কোর্টে চলছে আইনজীবীদের কর্মবিরতি। চালিয়ে যাচ্ছে কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন৷ অ্যাসোসিয়েশন জানিয়েছে, যতদিন পর্যন্ত না বিচারপতিদের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হচ্ছে ততদিন পর্যন্ত কর্মবিরতি চলবে৷ হাই কোর্টে বিচারপতিদের প্রচুর শূন্যপদ থাকায় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বহু মামলা। আইনজীবীদের অভিযোগ, কেন্দ্রের আইনমন্ত্রক ও সুপ্রিম কোর্টও এব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না৷

যদিও, এই কর্মবিরতির মধ্যেই কলকাতা হাইকোর্টে তিন বিচারপতির নিয়োগ হয়৷ আগামী দু’এক দিনের মধ্যে আরও তিন জন বিচারকের নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে৷ এই মুহূর্তে কলকাতা হাই কোর্টে ৭৩ জন বিচারপতির মধ্যে ৩৯টি শূন্যপদ আছে। আইন মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত দু’বছরে মাত্র সাত জন বিচারপতি নিয়োগ হয়েছিল দেশের বিভিন্ন হাই কোর্টে৷ তার মধ্যে কলকাতা হাই কোর্টে নিয়োগ করা হয় মাত্র একজন বিচারপতিকে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইনজীবীদের কর্মবিরতি স্বাভাবিক ভাবে চাপ বাড়িয়েছে কেন্দ্রের ঘাড়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement