তরুণকান্তি দাস: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে হাজির হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মাকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপচারিতা সারেন তিনি। সাক্ষাত সেরে রাজ্য সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে মঙ্গলবার সকালেই নজরুল মঞ্চে পৌঁছন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি’লিট দেওয়া হয় তাকে। যদিও নোবেলজয়ী অর্থনীতিবিদ নজরুল মঞ্চের ভিতরে গেলেও মঞ্চে ওঠেননি। সেই অনুষ্ঠান শেষে বিকেল ৪ টেয় নবান্নে যান তিনি। তাঁদের স্বাগত জানান আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। সাক্ষাত শেষে বেরোনর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নোবেলজয়ী। মুখ্যমন্ত্রী সঙ্গে কথা প্রসঙ্গে তিনি জানান, “আমি এসেছিলাম শুনতে, জানতে। এখানে কী কী ইন্টারেস্টিং স্কিম আছে তা জানব, সেগুলি নিয়ে পড়াশোনা করব।” রাজ্য সরকারের সঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি জানান যে, সুযোগ পেলে অবশ্যই কাজ করবেন। রাজ্য সরকারের একাধিক ইন্টারেস্টিং স্কিম আছে। সেগুলি নিয়ে কাজ করার সুযোগ পাবেন। তবে এনআরসি প্রসঙ্গে প্রশ্ন করলে কোনও প্রতিক্রিয়া দেননি নোবেলজয়ী। বৈঠক শেষে নোবেলজয়ী ও তাঁর মাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন মুখ্যমন্ত্রী। গাড়িতে গন্তব্যের উদ্দেশে রওনা হন অর্থনীতিবিদ।
প্রসঙ্গত, নোবেল প্রাপকদের তালিকায় অভিজিৎবাবুর নাম ঘোষণা হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের হিন্দুস্থান পার্কের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফ থেকে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফুল, মিষ্টি ও শুভেচ্ছাবার্তা তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রায় কুড়ি মিনিটের মতো নোবেলজয়ীর বাড়িতে সময় কাটান মমতা। বিকালের বৈঠকী আড্ডার মাঝে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। নোবেলজয়ীর মাকে শুভেচ্ছা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু নোবেলজয়ীর সঙ্গে সাক্ষাত হয়নি মুখ্যমন্ত্রীর। কলকাতা সমাবর্তনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির কথা থাকলেও, তিনি শেষ মুহূর্তে তা বাতিল করেন। ফলে সেখানেও অভিজিৎবাবুর সঙ্গে সাক্ষাত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণেই কর্মসূচি শেষে নিজেই মুখ্যমন্ত্রীর দপ্তরে হাজির হন নোবেলজয়ী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.