গোবিন্দ রায়: লিপস এন্ড বাউন্ডস মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ এখনই করা যাবে না। জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইডির অভিযোগ ছিল, ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় তাদের আধিকারিকদের হয়রান করা হচ্ছে। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
গত সপ্তাহেই তদন্তকারী সংস্থা কলকাতা হাই কোর্টে দাবি করে, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডি আধিকারিকদের হয়রানি করছে কলকাতা পুলিশ। বারবার চিঠি দিচ্ছে তারা। ইডির অফিসারদের রক্ষাকবচ দেওয়ার আর্জিতে নতুন করে আবেদন করার অনুমতি চায় ইডি। নতুন আবেদন করে মামলা করার অনুমতি দেন বিচারপতি সিনহা। ওই মামলার শুনানির প্রথম পর্বে হাই কোর্ট জানিয়ে দিল, ইডির আধিকারিকের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া যাবে না।
উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীন একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করা হয় বলে অভিযোগ। ইডির দাবি, এক তদন্তকারী অফিসার তাঁর ব্যক্তিগত কারণে সেগুলি ডাউনলোড করে। ইতিমধ্যে ওই ১৬টি ফাইল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। বিতর্কিত ওই ১৬টি ফাইল তলব করে হাই কোর্ট।
ফাইল ডাউনলোড নিয়ে ইডি অফিসারের কাণ্ডে ইতিমধ্যেই বিস্ময় প্রকাশ করেছে হাই কোর্ট। বিতর্কিত ওই ১৬টি ফাইল এখনই অন্য কোনও তদন্তে ব্যবহার করা ঠিক হবে না বলে জানানো হয়েছে হাই কোর্টের তরফে। ওই ফাইলগুলি নিয়ে কলকাতা পুলিশ ইডিকে হয়রানি করছে বলেই অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.