Advertisement
Advertisement

Breaking News

Partha Chatterjee

মামলা দায়েরের পদ্ধতিতে ত্রুটি, ডিভিশন বেঞ্চেও রক্ষাকবচ পেলেন না পার্থ চট্টোপাধ্যায়

এখনও যা পরিস্থিতি তাতে সন্ধে ৬টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে পার্থকে।

No relief for Partha Chatterjee in Calcutta HC division bench
Published by: Paramita Paul
  • Posted:May 18, 2022 4:42 pm
  • Updated:May 18, 2022 5:45 pm  

গোবিন্দ রায়: মিলল না রক্ষাকবচ। ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পদ্ধতিগত ত্রুটি থাকায় তাঁর মামলা ফিরিয়ে দিল ডিভিশন বেঞ্চ। ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো আজ অর্থাৎ বুধবারই সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। এমনটাই জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।

এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “আদালতের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে মামলা দায়ের হয়নি। সেই নিয়ম মেনে মামলা ফাইল করতে হবে।” এবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা চাইলে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। একমাত্র তাঁর নির্দেশে নির্দিষ্ট কোনও বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের আরজির জরুরিকালীন শুনানি করতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। ওয়াকিবহাল মহল বলছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সন্ধে ছ’টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। 

Advertisement

[আরও পড়ুন: ভোট পরবর্তী সময়ে কলকাতায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় CBI দপ্তরে হাজিরা পরেশ পালের]

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় আগেই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পালটা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। এদিন ডিভিশন বেঞ্চ সেই মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দেন। তার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই হাজিরার নির্দেশ দেন। তার পর ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রাজ্যের মন্ত্রীর আইনজীবীরা। কিন্তু সেখানেও স্বস্তি মিলল না। 

এদিকে এদিন শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও  বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তাঁর আরজি ফিরিয়ে দিয়েছে আদালত। ফলে তাঁকেও আজ সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে।  

প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে আদালতের পর্যবেক্ষণ নিয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া দিয়েছেন মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ। তাঁর কথায়, “কোনও ভুল থাকলে তা আদালত খুঁজে বের করতেই পারে। কিন্তু কাকে রাখা হবে, কাকে রাখা হবে না, তা একমাত্র রাজ্য সরকারই ঠিক করতে পারে। তবে এক-দু’ জনের জন্য দলকে কলুষিত হতে দেওয়া যাবে না।” 

[আরও পড়ুন: SSC দুর্নীতিতে নাম জড়ানো মন্ত্রী পরেশ অধিকারী ‘উধাও’! মেয়েকে নিয়ে নামলেন না শিয়ালদহে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement