Advertisement
Advertisement

Breaking News

ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি?

হাওয়া অফিসের কর্তাদের মতে...

No rain relief yet for sun lashed Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2017 6:28 am
  • Updated:October 27, 2023 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষণিকের বৃষ্টি যেন গরম আরও বাড়িয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে৷ আর সেইসঙ্গে বাতাসে বাড়িয়েছে আর্দ্রতা৷ সূর্যের সঙ্গে মেঘের লুকোচুরি খেলা অব্যাহত৷ কিন্তু এখনও সেই ঝমঝমিয়ে বৃষ্টির দেখা কই? উল্টে প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল শহরবাসী৷ বাড়ি থেকে বের হলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর৷ এই অবস্থা থেকে কবে মুক্তি মিলবে? কবে ঠিকঠাক বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন শহরবাসী৷ জবাবে খুব একটা স্বস্তির খবর দিতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর৷

[‘ভারত-চিন সীমান্ত সমস্যা সত্ত্বেও একটিও গুলি চলেনি গত ৪০ বছরে’]

Advertisement

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আকাশে মেঘ থাকলেও এখনই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে৷ উল্টে মেঘলা থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরও বাড়বে৷ তাই গরমের জন্য আরও অস্বস্তি বাড়বে শহরবাসীর৷ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসের আর্দ্রতার কারণে গরম ভালই অনুভব করবেন শহরের বাসিন্দারা৷ তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ স্কুলগুলিতে ইতিমধ্যেই গরমের ছুটি পড়ে গিয়েছে৷ কিন্তু অনেক সরকারি-বেসরকারি অফিসগুলি খোলা রয়েছে৷ তাই কাজের তাগিদে অনেককেই বাইরে বের হতে হচ্ছে৷ তাঁদের হামেশা নিজেদের সঙ্গে জল রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷

[ওড়িশায় এনকাউন্টারে হত নকশাল কমান্ডার]

চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাতই হবে বলে জানিয়েছিল দিল্লির মৌসম ভবন৷ কিন্তু সেই বৃষ্টির জন্য দেশবাসীকে কতটা অপেক্ষা করতে হবে তা জানাতে পারেননি হাওয়া অফিসের কর্তারা৷ কলকাতার ক্ষেত্রে আগামী কয়েকদিন মেঘলা আকাশই থাকবে বলে জানা গিয়েছে৷ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ বিহার থেকে ছত্তিশগড়ের উত্তরসীমা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে৷ কিন্তু তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ তাই তার প্রভাবে বঙ্গে বৃষ্টির তেমন একটা আশা দেখতে পাচ্ছেন না হাওয়া অফিসের কর্তারা৷

[‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement