গোবিন্দ রায়: আপাতত জারি হচ্ছে না পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর এমনই মত রাজনৈতিক মহলের। পঞ্চায়েত ভোট সংক্রান্ত শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। এই মামলার প্রেক্ষিতে সবপক্ষের হলফনামা চেয়েছেন বিচারপতি। পাশাপাশি তাঁর আশা, নির্বাচন কমিশন তড়িঘড়ি এমন কোনও বিজ্ঞপ্তি জারি করবে না যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্য়হত হয়। আগামী শুনানি ৯ জানুয়ারি। এরপরই রাজনৈতিক মহল মনে করছে, ৯ জানুয়ারির আগে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হবে না। তবে এ নিয়ে নির্দিষ্টভাবে কোনও নির্দেশিকা জারি করেনি আদালত।
ভোটের আগে পঞ্চায়েতের সর্বনিম্ন স্তরে পুনর্বিন্যাস হচ্ছে। সেই পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ নিয়ম মেনে হচ্ছে না বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগামী পঞ্চায়েত ভোটের আগে আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণে অনিয়ম হয়েছে। পঞ্চায়েত স্তরে তপসিলি জাতি ও উপজাতি সংক্রান্ত তথ্যে গরমিল করার সুযোগ রয়েছে ব্লক প্রশাসনের। আর এই কাজ তারা করছে রাজ্যের শাসকদলকে সাহায্য করতে।
এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিলেন তিনি। তার প্রেক্ষিতে জবাবও দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাতেও সন্তুষ্ট নন বিরোধী দলনেতা। এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই এদিন কলকাতা হাই কোর্ট এই মন্তব্য করল এদিন।
শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে আদালত রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা চেয়েছে। সেই হলফনামা জমা করতে দু’সপ্তাহ সময় চেয়েছে কমিশন। হলফনামা দিতে হবে মামলাকারীকেও। সব মিলিয়ে বিষয়টা কিছুটা সময়সাপেক্ষ। এর মাঝে রাজ্য় নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করবে না বলে আশা করছে হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.