সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আর তার জেরেই আছড়ে পড়বে সাইক্লোন মোকা। তবে বাংলায় এর বিশেষ প্রভাব পড়বে না বলেই প্রাথমিক ভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এই সাইক্লোন নিয়ে ভয়ের কোনও কারণ নেই।
সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, ‘মোকা’ ঘূর্ণিঝড় আসার কথা শোনা যাচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। ৮ মে অর্থাৎ আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সন্ধে সাড়ে ৮টা নাগাদ নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে ৯ ও ১০ মে সাইক্লোন হওয়ার আশঙ্কা। তবে আন্দামানের দক্ষিণে এর প্রভাব পড়বে। কিন্তু বাংলার উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। ১০ এবং ১১ মে সুন্দরবন, দিঘায় জারি করা হবে বাড়তি সতর্কতা। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলও তৈরি রয়েছে। এর আগেই তিনি জানিয়েছিলেন, বাড়তি সতর্কতা নিয়েছে সেচ ও কৃষি দপ্তরও।
১১ তারিখ এই সাইক্লোন বাংলাদেশ অভিমুখ হয়ে মায়ানমারের দিকে চলে যাবে। তবে রাজ্যবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে নবান্ন এবং একাধিক জেলায় তৈরি হয়েছে কন্ট্রোল রুম। নবান্নে বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠকও হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রীও মজুত রাখা হয়েছে। সব মিলিয়ে মোকা ঘূর্ণিঝড়ের জন্য তৈরি রাজ্য। তাই আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.