সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায় জনসমাগম৷ পুজোর চারটে দিন তিলোত্তমা ভাসে জনজোয়ারে৷ প্যান্ডেলের সামনে জোনাকির মতো জ্বলে ওঠে মোবাইল-ক্যামেরার দল৷ ‘সেলফি’ তোলার হিড়িকে থেমে থাকে পুজো দেখার ভিড়৷ সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের দল৷
তাই এবারে আগেভাগেই পুজো প্যান্ডেল ও পার্শ্ববর্তী এলাকায় ‘সেলফি’ রোধে কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ৷ এতদিন বিভিন্ন প্যান্ডেলে ‘সেলফি’-প্রেমীদের কেবল অনুরোধ করা হত তাড়াতাড়ি কাজ সেরে এগিয়ে যেতে৷ তবে এবারে একেবারে প্রতিমার সঙ্গে বা পাশে দাঁড়িযে ‘সেলফি’ নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন লালবাজারের কর্তারা৷
এই বিষয়ে পুজো কমিটির সঙ্গে কথাবার্তাও বলেছেন পুলিশ আধিকারিকরা৷ কলকাতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরাও৷ প্রতিবারই দর্শনার্থীদের ছবি তোলার উন্মাদনায় বিপাকে পড়তে হয় তাঁদের স্বেচ্ছাসেবিদেরও৷ এমনকী বারবার মাইকে ঘোষণার মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুরোধ করেও কোনও লাভ হয় না৷
এই কারণেই এবারে প্রথম থেকেই ‘সেলফি’ ম্যানিয়াকদের উপর নিষেধাজ্ঞা জারি করতে চাইছে পুলিশ৷ শোনা গিয়েছে, এই বিষয়ে জরিমানা ধার্য করার জন্য আইনজীবীদের পরামর্শও নিচ্ছে লালবাজার৷ পুলিশের পক্ষ থেকে একটি টিজার ক্যাম্পেনও প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.