Advertisement
Advertisement
D.El.Ed college

আর অফলাইনে ভর্তি নয়, ডিএলএড কলেজে অ্যাডমিশন নিয়ে বড় সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের

ভর্তির মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে।

No more offline admission in D.El.Ed colleges says Primary Education Board | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 20, 2023 3:07 pm
  • Updated:September 20, 2023 3:07 pm

গোবিন্দ রায়: দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগের মাঝেই ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। চলতি বছর থেকেই রাজ্যের সব ডিএলএড কলেজে বন্ধ অফলাইনে ভর্তি প্রক্রিয়া। বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এমনই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। লাগাতার দুর্নীতির অভিযোগের মধ্য়ে প্রাথমিক পর্ষদের এহেন পদক্ষেপের তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহলের একাংশ।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তারা জানিয়েছে, এ বছর থেকেই রাজ্যের সব ডিএলএড (D.El.Ed) প্রশিক্ষণ কলেজে বন্ধ করে দেওয়া হবে অফলাইন অ্যাডমিশন। রাজ্যে ৪৪টি সরকারি এবং প্রায় ৬০০ বেসরকারি ডিএলএড কলেজ রয়েছে। এ বছর থেকে কোনও কলেজে অফলাইন অ্যাডমিশন হবে না। ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। হাই কোর্টে পর্ষদ আরও জানিয়েছে, ভর্তির মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে।

Advertisement

[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]

পর্ষদের আইনজীবী আদালতে জানিয়েছে, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বৈঠক হয়েছে। যে বৈঠকে ঠিক করা হয়েছে, চলতি বছর থেকে রাজ্যের কোনও ডিএলএড কলেজে আর অফলাইনে ভর্তি নেওয়া হবে না। গোটা প্রক্রিয়াটাই হবে অনলাইনে। ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে অনলাইনে।

[আরও পড়ুন: মেটাতে পারেননি ৩ হাজার টাকা, বাজারের মাঝে ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর! গ্রেপ্তার ২]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement