Advertisement
Advertisement

Breaking News

আর নয় নতুন টোটো, জানাল হাই কোর্ট

বেপরোয়া টোটোয় লাগাম পরাতে নির্দেশের পর ফের সক্রিয় উচ্চ আদালত৷

No more new toto in Bengal: High Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 4:12 pm
  • Updated:June 17, 2016 4:12 pm  

স্টাফ রিপোর্টার: রাস্তায় নতুন টোটো আর নয়৷ বেপরোয়া টোটোয় লাগাম পরাতে নির্দেশের পর ফের সক্রিয় উচ্চ আদালত৷ আগে দেওয়া একটি নির্দেশের ভিত্তিতে শুক্রবার রাজ্যের তরফে বেআইনি টোটো নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানিয়ে আদালতে হলফনামা পেশ করা হয়৷
তখন হাই কোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ রাজ্যে আর কোনও টোটো যেন পথে না নামে তার জন্য ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে৷ এরই মধ্যে আর একটি বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করে বিচারপতি জানিয়ে দিয়েছেন, দুর্ঘটনায় বিমার সুবিধা পাওয়া উচিত৷ তবে ক্ষতিপূরণের বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন সরকারের উপর৷ জেলা তো বটেই, কলকাতা লাগোয়া শহরতলিতেও টোটোর দাপট রয়েছে৷ ধীরগতির বাহন হয়েও জাতীয় সড়কে যাত্রী পরিবহণ নিয়ে ক্ষোভ বাড়ছিল৷
প্রতিদিনই কোথাও না কোথাও টোটোর সঙ্গে অটো, বাস বা অন্যান্য গাড়ির চালকদের সঙ্গে ঝামেলা লেগেই রয়েছে৷ এই পরিস্থিতিতে বিধাননগর, হাওড়া ও কলকাতায় টোটো নিয়ে বেশ কিছু মামলা হয়৷ আদালত এ বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দিতে বলেছিল৷ শুক্রবার সেই হলফনামা পেশ করে রাজ্য জানিয়ে দিল, আর্থ-সামাজিক কারণেই টোটো বন্ধ করা যায়নি৷ তবে এ বিষয়ে নির্দিষ্ট নীতি নেওয়া হচ্ছে৷ মোটর ভেহিকল আইন সংশোধন করে টোটোকে তার এক্তিয়ারে আনার চেষ্টা করা হচ্ছে৷ এজন্য কেন্দ্রের সম্মতি চাওয়া হয়েছে৷ রাজ্যে প্রায় ১ লাখ কুড়ি হাজার টোটো চলছে৷ মোটর ভেহিকল অ্যাক্ট আপগ্রেড করার জন্য কেন্দ্রের সম্মতি পেলেই পরিস্থিতি বদলে যাবে৷ তখন বিচারপতি জানান, কিন্তু এর মধ্যে যেন কোনও নতুন টোটো না নামে তা দেখতে হবে৷ তা ছাড়া দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের দিকটিও সরকারকে দেখতে হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement