Advertisement
Advertisement
Partha Chatterjee

‘চিকিৎসাতেও উন্নতি নেই’, আদালতে দাবি পার্থর আইনজীবীর

পার্থ চট্টোপাধ্যায়কে ৩ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

No improvement of Partha Chatterjee despite treatment, says his lawyer
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 21, 2023 4:18 pm
  • Updated:December 21, 2023 4:18 pm  

অর্ণব আইচ: দীর্ঘদিন ধরে চিকিৎসা হলেও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অবস্থার উন্নতি হচ্ছে না। বৃহস্পতিবার আদালতে এমনটাই জানাল প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। এদিকে সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি জানতে চাইল আদালত।

প্রায় দুবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। বর্তমানে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। বৃহস্পতিবার আদালতে তোলা হয় মন্ত্রীকে। সেখানেই উচ্চ আদালত নিয়োগ দুর্নীতি মামলা শেষ করার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বলে আদালতের নজর কাড়েন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। এর পর সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি জানতে চায় আদালত। বলা হয়, মামলা দ্রুত শেষ করতে হলে তো এখন তদন্ত গোটানোর পর্যায়ে রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের এক মেসেজেই শয্যাসঙ্গিনী পছন্দের সুন্দরী! মন্দারমণিতে রমরমা মধুচক্র]

এ প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী বলেন, তদন্ত গোটানোর পর্যায়ে রয়েছে কিনা তা তদন্তকারী বলতে পারবেন। এর পর বিচারক তদন্তকারী আফিসার কোথায় জানতে চান। সিবিআইয়ের আইনজীবী জানান, আইও আদালতে নেই, কিন্তু কেস ডায়েরিতে তারিখ অনুযায়ী তদন্তের অগ্রগতি নথিভুক্ত রয়েছে। এর পর পার্থর আইনজীবী তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ওঁর চিকিৎসা হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না। তাই বিস্তারিত রিপোর্ট চাওয়ার আবেদন করেন। সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্যায়কে ৩ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

[আরও পড়ুন: ‘কাজ করতে গেলে মাথা গরম হয়…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ মিটল আইনজীবীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement