Advertisement
Advertisement
Jadavpur University Exam

ইদ উপলক্ষে তিন দিন পরীক্ষা বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

পরীক্ষা না রাখার দাবি জানিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। তা মেনে নেন উপাচার্য।

No Exam on Two Days Before and After Eid at Jadavpur University | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:April 24, 2022 8:08 pm
  • Updated:April 24, 2022 8:14 pm  

দীপঙ্কর মণ্ডল: ইদের (Eid 2022) আগে এবং পরের দু’দিন পরীক্ষা হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। ইদ উপলক্ষে ২, ৪ এবং ৫ মে পরীক্ষা না রাখার দাবি জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। উপাচার্য সুরঞ্জন দাস সেই দাবি মেনে নিয়েছেন।

রবিবার তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে তিনি জানিয়েছেন, বিভাগীয় প্রধানদের ওই তিনদিন পরীক্ষা না রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনের যাদবপুর ইউনিটের সভাপতি সঞ্জীব প্রামাণিক উপাচার্যকে ই–মেল পাঠিয়ে ইদের আগে এবং পরে পরীক্ষা না রাখার দাবি জানান। উপাচার্য সেই দাবি মেনে নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: চিটফান্ডের ২ হাজার কোটি টাকা কোথায় লুকনো? ধৃত শান্তি সুরানাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য]

৩ মে ইদের পাশাপাশি শুভ অক্ষয় তৃতীয়া। বাংলায় এই উৎসবটিও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। প্রতি বছরে বৈশাখ মাসের শুক্লপক্ষে পড়ে অক্ষয় তৃতীয়া তিথি। চলতি বছর ১৯ বৈশাখ পড়েছে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। এবারের অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। ৫০ বছর পর দু’টি গ্রহ উচ্চ রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 

অন্যদিকে, ইদের দিনটি বাংলায় সাড়ম্বরে পালিত হয়। এক মাসের রোজা শেষে যখন চাঁদের দেখা পাওয়া যায়। খুশিতে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। নতুন পোশাক পরে, সুস্বাদু খাবার খেয়ে দিনটি পালন করেন তাঁরা। এমন দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা না রাখার সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। 

এদিন নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবারের মতো এবারও রাজ্যের তরফে সরকারি কর্মচারীদের (State Govt Employees) দেওয়া হবে উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস এবং উৎসবের আগে অগ্রিম অর্থ। সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের। যাঁদের বেতন ৩৭ হাজার টাকার কম, তাঁরা উৎসব বোনাস বাবাদ পাবেন সর্বোচ্চ ৪,৮০০টাকা।

[আরও পড়ুন: একদিনে হরিদেবপুরের ঘটনার কিনারা, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাতেই অটোয় রাখা হয় বোমা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement