স্টাফ রিপোর্টার: কালীপুজোয় কলকাতা ও লাগোয়া শহরতলিতে বিদ্যুৎ পরিষেবায় কোনও সমস্যা থাকবে না বলে জানালেন সিইএসসি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷ বৃহস্পতিবার তিনি জানান, সিইএসসি-র তরফ থেকে আগাম সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিভিন্ন উৎপাদন কেন্দ্র সঠিকভাবে চলছে৷ সিইএসসি সূত্রে খবর, দুর্গাপুজোয় যে চাহিদা থাকে, সেই তুলনায় কালীপুজোয় চাহিদা অনেকটাই কম৷
কালীপুজোয় গতবছর ২৩৭২টি আবেদন জমা পড়েছিল৷ এবার সেই সংখ্যা এখনই ২৪০০ পেরিয়ে গিয়েছে৷ কোনও দিনে সিইএসসি-র সর্বোচ্চ চাহিদাও ১৮০০ মেগাওয়াটের আশপাশে রয়েছে৷ গত বুধবার ১৭৭৪ মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা ছিল৷ এদিন সিইএসসি ভবনে আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ কোম্পানির ফার্স্ট সোর্স সলিউসনসের দ্বিতীয় ত্রৈমাসিক রাজস্বের তথ্য জানানো হয়৷ সঞ্জীব গোয়েঙ্কা জানান, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রায় ৮৮৪ কোটি ৪০ লক্ষ রাজস্ব আদায় হয়েছে৷ এই সময়ে গত বছরের নিরিখে বৃদ্ধির হার ১২.৩ শতাংশ৷ আমেরিকা থেকেই মোট রাজস্বের ৫৫ শতাংশের বেশি এসেছে৷
বিজনেস প্রসেস ম্যানেজমেণ্টে ফার্স্ট সোর্স সলিউসনস আন্তর্জাতিক চাহিদা মেটাচ্ছে৷ ফার্স্ট সোর্স ব্রিটেন, আমেরিকা, ফিলিপিন্স, ভারত ও শ্রীলঙ্কার ৪৮টি কেন্দ্রে ২৪ হাজারের বেশি কর্মী নিয়ে পরিষেবা দিচ্ছে৷ স্বাস্থ্য, টেলিকম, ব্যাঙ্কিং-সহ নানা ক্ষেত্রে যুক্ত এই সংস্থা৷ চার বছর আগে আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী সর্ববৃহৎ অংশীদার হয়৷ বোর্ডের বর্তমান চেয়ারম্যান তিনি৷ সঞ্জীববাবু এদিন জানান, সংস্থার উন্নতিতে আরও চুক্তি হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.