Advertisement
Advertisement

Breaking News

Kaliagunj Student death

কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যু: দ্রুত শুনানির আরজি খারিজ হাই কোর্টে, প্রমাণ নষ্টের আশঙ্কা মামলাকারীর

আগামী সোমবার মামলার শুনানি।

No early hearing for Kaliagunj Student death case, says Calcutta HC | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 25, 2023 11:18 am
  • Updated:April 25, 2023 2:55 pm  

গোবিন্দ রায়: কালিয়াগঞ্জে (Kaliagunj) নাবালিকা খুনের ঘটনায় দ্রুত শুনানির আরজি খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আরজি জানান মামলাকারীর আইনজীবী। তাঁদের আশঙ্কা, সময় যত গড়াবে তত তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে। তাই আগামিকাল অর্থাৎ বুধবার মামলাটি শুনানির জন্য রাখার আবেদন করেছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, দ্রুত শুনানি করা সম্ভব নয়। আগামী সোমবার মামলার শুনানি হবে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বিজেপি বিষয়টি নিয়ে নিন্দায় সরব, সিবিআই তদন্তের দাবি তুলেছেন সুকান্ত মজুমদাররা। এদিকে জেলা পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট (PM Report)অনুযায়ী, মেয়েটির শরীরে বিষ পাওয়া গিয়েছে, তার মৃত্যু হয়েছে বিষক্রিয়াতেই।

Advertisement

[আরও পড়ুন: জানতেনই না অন্তঃসত্ত্বা! প্রসবের পর শৌচালয়ের জানলা দিয়ে সদ্যোজাতকে রাস্তায় ছুঁড়ে ফেললেন মা]

কালিয়াগঞ্জে (Kaliaganj) ছাত্রীমৃত্যুর জের এবার আদালতের দোরগোড়ায়। ধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই তদন্ত-সহ একাধিক দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) দায়ের হল জনস্বার্থ মামলা। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। তা নিয়ে সরব জাতীয় শিশু সুরক্ষা কমিশন। আর পুলিশের দাবি, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ছাত্রীর। এবার ঘটনার সিবিআই (CBI) তদন্তের দাবি তুলে হাই কোর্টের দ্বারস্থ আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলায় মৃতার পরিবারকে যথাযথ নিরাপত্তা, এক কোটি টাকা আর্থিক সাহায্য়ের দাবি তোলা হয়েছে। বিষয়টি নিয়ে মামলার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে মামলার দ্রুপ

[আরও পড়ুন: আমলা পদেও টাকা! অর্থের বিনিময়ে WBCS পাশের টোপ তাপস-প্রবীরের, নথি সিবিআইয়ের হাতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement