সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিটেনশন ক্যাম্প নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহে নিজেদের অবস্থান সোমবারই স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। এদিন বিকেলে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না। এবং এর পাশাপাশি এও বলা হয়েছে যে, ক্যাম্পের জন্য জমি নির্ধারিত করা হয়নি।
বলা হয়েছে, বনগাঁ বা রাজারহাট-নিউটাউনে বা রাজ্যের কোথাও ডিটেনশন ক্যাম্পের জন্য জমি বরাদ্দ বা বণ্টন বা প্রদর্শন হয়নি। ঘটনাচক্রে এদিন দুপুরে রাজ্যের বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্পের বিরোধিতা করে অবস্থান কর্মসূচি পালন করে সিপিএম। তার মধ্যে সবথেকে বড় অবস্থানটি ছিল নিউটাউনে। যেখানে ক্যাম্পের জন্য জমি দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে খবর ছড়িয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের ডাকা সেই কর্মসূচিতে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। জেলার কনভেনর মৃণাল চক্রবর্তী।
অন্যদিকে বনগাঁয় সিপিএম ও কংগ্রেস যৌথভাবে ডিটেনশন ক্যাম্প ও সিএএ বিরোধী কর্মসূচি নিয়েছিল। সেখানে সিপিএমের পলিটব্যুরোর সদস্য বিমান বসু উপস্থিত ছিলেন। ক্যাম্প নিয়ে রাজ্য সরকার দ্বিচারিতা করছে বলে অভিযোগ তোলেন তিনি। আর নিউটাউনের কর্মসূচিতে সুজন চক্রবর্তী ডিটেনশন ক্যাম্প নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে বলেন। তাঁর দাবি, বিজ্ঞাপন দিয়ে নিজেদের অবস্থান জানাক সরকার। এদিন দুপুরে প্রায় হুঁশিয়ারির সুরে সুজনবাবু বলেন, “নিউটাউনে একটি ইটও গাঁথতে দেওয়া হবে না।” তবে তার কয়েক ঘণ্টা পরেই নবান্ন থেকে ক্যাম্প সংক্রান্ত বিতর্কে জল ঢালা হয়।
বনগাঁতে রাজ্য সরকারের বার্তা পৌঁছনোর আগে বিমান বসু বলেন, “রাজ্য সরকার এনআরসি চাই না বলে আন্দোলন করছে। আবার ডিটেনশন ক্যাম্পের জন্য দায়িত্ব নিয়ে জমি দিচ্ছে।” এর পাশাপাশি এনআরসি ও সিএএ নিয়ে বিজেপির বিরুদ্ধেও আক্রমণ শানান। অন্যদিকে এদিন রেজিনগর, বেলডাঙা, সরগাছি পরিদর্শনে যান সাংসদ ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি। তিনি অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। হিংসার পথ ছেড়ে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন অধীরবাবু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.