Advertisement
Advertisement

Breaking News

যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে CID তদন্ত নয়, নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

অধ্যক্ষের বিরুদ্ধে নথি জালিয়াতি এবং আর্থিক অনিয়মের মামলা হয়।

No CID investigation against Jogesh chandra College Principal, Calcutta HC orders | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 18, 2023 8:50 pm
  • Updated:October 18, 2023 8:50 pm  

সুদীপ রায়চৌধুরী: যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের মামলায় অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে এই কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গত ১১ অক্টোবর সেই নির্দেশও খারিজ হয়ে যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

সুনন্দার বিরুদ্ধে নথি জাল করে কলেজের শিক্ষক পদে যোগ দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, গত পাঁচ বছরে কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন ওই মামলার তদন্তের কিনারা করতে ব্যর্থ হয়েছে। তাই তদন্তের ভার সিআইডিকে দেওয়া হল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, সুনন্দাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। প্রয়োজনে হেফাজতেও নিতে পারবে। কিন্তু বুধবার দুই বিচারপতির বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। উল্লেখ‌্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, দ্রুত তদন্ত শুরু করে ১৮ অক্টোবর তদন্তের প্রাথমিক রিপোর্ট সিআইডিকে দিতে হবে। ঘটনাচক্রে, সেই তারিখেই জারি হল ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ।

Advertisement

[আরও পড়ুন: Kolkata Durga Puja: ‘বাক্সবদল’ থেকে শিবদুর্গার ‘মিলন’, ঘুরে আসুন দক্ষিণ কলকাতার এই পাঁচ পুজো]

২০১৮-র অক্টোবরে সুনন্দার বিরুদ্ধে নথি জালিয়াতি এবং আর্থিক অনিয়মের মামলা হয়। সেই মামলায় নিম্ন আদালত এফআইআর দায়েরের নির্দেশ দেয়। এফআইআর দায়ের করে চারু মার্কেট থানা তদন্ত শুরু করে। পরে তা যায় কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশনে। সুনন্দার বিরুদ্ধে যে সব ধারায় মামলা করা হয়েছে তাতে অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ বছরের সাজা হতে পারে।

[আরও পড়ুন: মেট্রোয় জনজোয়ার! যাত্রীর নিরিখে গত বছরের ষষ্ঠীর রেকর্ড ভাঙল তৃতীয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement