গোবিন্দ রায়: ইডির আপত্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা গিয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। বিচারপতি ঘোষের আবেদন ছিল, যাবতীয় নথি খতিয়ে দেখে প্রধান বিচারপতি বিচার করবেন, এই মামলা শোনার এক্তিয়ার তাঁর আছে কি না।
আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এনিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতির তীর্থঙ্কর ঘোষের এজলাসেই অভিষেকের এফআইআর খারিজের মামলার শুনানি হবে বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি। তার প্রেক্ষিতে আজ, বুধবার বিচারপতি ঘোষের এজলাসে অভিষেকের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। আবার এই এজলাসেই বিদেশে চোখের চিকিৎসায় যেতে চেয়ে আবেদন জানান অভিষেক বন্দোপাধ্যায়। তিনি আদালতে জানিয়েছেন, ২৬ জুলাই থেকে ২০ আগস্ট, এই সময়ে তিনি আমেরিকায় থাকবেন। আগামী ৮ আগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট রয়েছে। চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। তাঁর অভিযোগ, গত ১৫ জুলাই ইডিকে জানিয়েছিলেন। কিন্তু ইডি (Enforcement Directorate) তাতে কোনও সাড়া দেয়নি।
উল্লেখ্য, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই অভিষেকের মামলার শুনানি আগামী সোমবার। ততদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না বলে মৌখিক আশ্বাস দিয়েছেন ইডির আইনজীবী এসভি রাজু। এদিন অভিষেকের আইনজীবী মামলার দ্রুত শুনানির আরজি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবার মামলার শুনানি সম্ভব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.