Advertisement
Advertisement

মনোনয়ন জমার সময় প্রার্থীকে দেওয়া হবে না কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

বিরোধীদের দাবি, মনোনয়ন জমার সময় প্রার্থীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।

No central forces for candidates during nomination filing
Published by: Subhajit Mandal
  • Posted:March 18, 2019 5:35 pm
  • Updated:March 18, 2019 5:35 pm  

স্টাফ রিপোর্টার: লোকসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিরোধীদের তরফে দাবি করা হয়েছিল, মনোনয়ন জমার সময় প্রার্থীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। যুক্তি হিসাবে বলা হয়েছিল, পঞ্চায়েত ভোটে মনোনয়ন দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন অনেক প্রার্থী। তাই এবার লোকসভা ভোটে মনোনয়ন জমার সময় কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক। কিন্তু কমিশন জানিয়েছে, কোনও কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না। অন্য কোনও রাজ্যেই তা দেওয়া হয় না। প্রার্থীরা ডিএম, এসপি অফিসে মনোনয়ন পেশ করতে যাবেন। তাতে বাহিনীর প্রয়োজন নেই।

[ভাটপাড়া পুরসভায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল]

তাছাড়া বিরোধীদের করা অভিযোগের ভিত্তিতে স্পর্শকাতর বুথের বিষয়ে ডিএম-এসপিদের কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। বিরোধীদের দাবি ছিল রাজ্যের অধিকাংশ বুথই স্পর্শকতর। তা কমিশনের দেখা উচিত। তখনই জেলাশাসক এবং পুলিশ সুপারদের কাছে রিপোর্ট তলব করে কমিশন। সেই রিপোর্টে অবশ্য সন্তুষ্ট হয়নি তাঁরা। সূত্রের খবর রিপোর্টে দেখা গিয়েছে, বড়জোর ৩০ শতাংশ বুথ উত্তেজনাপ্রবণ হতে পারে। তবে শেষপর্যন্ত এই জেলাশাসক এবং পুলিশ সুপারদের রিপোর্টই দিল্লিতে পাঠানো হবে।

Advertisement

[একলা লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের, আজ আংশিক প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা]

এদিকে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে এবার সংঘাতের পথে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের তরফে জানানো হয়েছে, ভোটের ঢের বাকি। এখনই রাজ্যজুড়ে নামিয়ে দেওয়া হয়েছে বাহিনী। তারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে প্রশ্নে প্রশ্নে জেরবার করছেন। মানুষ ভয় পেয়ে যাচ্ছে। এই অভিযোগ সামনে রেখে এবার নির্বাচন কমিশনে যাচ্ছে রাজ্যের শাসকদল। তৃণমূল বলেছে, বাহিনী পক্ষপাতদুষ্ট। ‘এরিয়া ডমিনেশন’-এর মিথ্যা দাবি তুলে গৃহস্থ বাড়িতে ঢুকে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের বক্তব্য, এ জিনিস মেনে নেওয়া হবে না। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বিষয়টি জানানো হয়েছে। আজ তাঁরা কমিশনে যাবেন এ নিয়ে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানাতে।
এদিকে কমিশন সূত্রে খবর, রাজ্যে আরও বাহিনী আসতে চলেছে। সব মিলিয়ে মোট ৬০০-৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে। সেক্ষেত্রে রাজ্যের প্রতিটি বুথেই নিয়োগ করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement