Advertisement
Advertisement

Breaking News

Nitish Kumar

জোটের বাধ্যবাধকতা! বুধবার বামেদের অনুষ্ঠানে অনিশ্চিত নীতীশ কুমার

পিনারাই বিজয়নের আসার সম্ভাবনাও ক্ষীণ।

Nitish Kumar may not attend CPIM program in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 16, 2024 8:55 pm
  • Updated:January 16, 2024 9:13 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নিউটাউনে জ্যোতি বসু স্টাডি অ‌্যান্ড রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে অনিশ্চিত বিহারের মুখ‌্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার রাত পর্যন্ত নীতীশের আসার ব‌্যাপারে কোনও খবর নেই আলিমুদ্দিনের কাছে।

নীতীশের সচিবালয়ের তরফ থেকে বলা হয়েছে বিহারের মুখ‌্যমন্ত্রীর শরীর ভালো নেই। তাছাড়া লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বিভিন্ন কর্মসূচি নিয়েও নিজের রাজ্যে ব‌্যস্ত রয়েছেন নীতীশ কুমার। জোট ধর্ম মেনে আসন সমঝোতার বিষয়ও রয়েছে। বিহারের মুখ‌্যমন্ত্রী না আসতে পারলে তাঁর বিকল্প হিসেবে সেখানকার উপমুখ‌্যমন্ত্রী তেজস্বী যাদবকে (Tejaswi Yadav) অন্তত পাঠানোর কথা সিপিএমের তরফে বলা হয়েছিল। তেজস্বীর আসার বিষয়েও কোনও সবুজ সংকেত আসেনি। অনুষ্ঠানের আরেক অতিথি কেরলের মুখ‌্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরোর সদস‌্য পিনারাই বিজয়নের আসার সম্ভাবনাও ক্ষীন। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আসছেন। সীতারামের আসা নিয়ে নিশ্চিত আলিমুদ্দিন।

Advertisement

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

সিপিএমের একটি পক্ষ থেকে বিহারের মুখ‌্যমন্ত্রীর আসার অনিশ্চয়তা নিয়ে তাঁর শরীর ভালো না থাকার কারণ বলা হলেও, এর পিছনে অন‌্য কোনও বিষয় রয়েছে কী না তা নিয়েও অবশ‌্য রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, নীতীশের এই আসার অনিশ্চয়তার পিছনে ইন্ডিয়া জোটের কোনও সমীকরণও থাকতে পারে। সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Selim) সংবাদমাধ‌্যমকে জানিয়েছেন, ‘‘রামমন্দির উদ্বোধনের আগে যা পরিস্থিতি তাতে কেউই নিজেদের রাজ‌্য ছেড়ে অন‌্যত্র যেতে চাইছেন না। সেই সঙ্গে নীতীশের শারীরিক বিষয়টিও রয়েছে।’’

[আরও পড়ুন: খাস কলকাতার রাস্তায় মদ্যপের তাণ্ডব, ভ্যানচালককে ধাক্কার পর গাড়ির উপর নাচ যুবকের!]

অন‌্যদিকে, বুধবার সরকারি কর্মসূচিতে কেরলে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে কেরলের মুখ‌্যমন্ত্রী পিনারাই বিজয়নের আসাও অনিশ্চিত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ‌্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিতে উৎসর্গীকৃত ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ‌্যাল স্টাডিজ অ‌্যান্ড রিসার্চ এর নিজস্ব ভবন নির্মানের কাজ হাতে নেওয়া হয়েছে নিউটাউনে। রিসার্চ সেন্টারের সম্পাদক রবীন দেব জানান, জ্যোতিবাবুর ১৫তম প্রয়াণ দিবসেই কেন্দ্র নির্মাণের জমিতে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সীতারাম ইয়েচুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement