Advertisement
Advertisement

শুল্ক ফাঁকি দিয়ে শহরের বহুতলে দেদার নাইট পার্টি, আবগারি দপ্তরের জালে দুই

বিনা অনুমতিতে পার্টির আয়োজন করত দুই যুবক।

Night Party organised in Kolkata without permission, 2 held
Published by: Tanujit Das
  • Posted:August 26, 2018 7:24 pm
  • Updated:August 26, 2018 7:24 pm  

অর্ণব আইচ: আবগারি দপ্তরের শুল্ক ফাঁকি দিয়ে নাইট পার্টির চালানোর অভিযোগ শহর কলকাতায়৷ ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা৷ ধৃতদের নাম বরুণ দেশাই ও বিনয় ডেশওয়ানি৷ কলকাতার সার্কাস এভিনিউয়ের একটি বহুতল থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে৷ পেশায় ইঞ্জিনিয়ার হলেও বিভিন্ন ইভেন্টের আয়োজক হিসাবে কাজ করত এরা৷

[২৮ আগস্ট স্থগিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আচমকা সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক]

Advertisement

জানা গিয়েছে, প্রথমে ফেসবুক ও হোয়াটঅ্যাপে বিভিন্ন গ্রুপ তৈরি করত ধৃতেরা৷ তারপর সেই গ্রুপে যুক্ত করা হতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের৷ থাকত চাকুরিজীবী যুবক, যুবতীরাও৷ এরপর সেই গ্রুপগুলিতে দেওয়া হত বিভিন্ন নাইট পার্টির হদিশ৷ যেগুলির আয়োজকের ভূমিকায় থাকত এই দুই যুবক৷ সূত্রের খবর, প্রতিটি পার্টির জন্য কমবেশি আটশো টাকা রেজিস্ট্রেশন চার্জ দিতে হত আগ্রহীদের৷ অনলাইনেই তাঁদেরকে ফর্ম জমা দিতে হতো৷ যেখানে উল্লেখ করতে হতো কার সঙ্গে তাঁরা পার্টিতে আসবেন৷ সঙ্গে গাড়ি আনবেন কিনা ইত্যাদি বিষয়৷ বলা হতো, মদ্যপানের জন্য পানীয় আনতে হবে আবেদনকারীদেরই৷ সারারাত ধরে নাচাগানারে দেদার আয়োজন করতে দুই অভিযুক্ত। 

[যারা অস্ত্র নিয়ে মিছিল করে, তাদের হাতে এখন রাখি! বিজেপিকে তীব্র কটাক্ষ পার্থর]

আবগারি দপ্তর সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের কাছে বেআইনি এই পার্টির বিষয়ে খবর আসছিল৷ তাঁরা জানতে পারেন, চটুল গানের সঙ্গে এই ধরনের পার্টিতে চলে উদ্দাম নাচ৷ সারা রাত ধরে শহরের বিভিন্ন বাড়ির ছাদে চলত এই ধরনের নাইট পার্টি৷ গোপনে তদন্ত চালাচ্ছিলেন আবগারি দপ্তরের আধিকারিকরা৷ সেই খবরের সূত্র ধরেই শনিবার রাতে সার্কাস এভিনিউয়ের একটি বহুতলে তল্লাশি চালাতে যান তাঁরা৷ সেই বহুতল থেকেই ধরা পড়ে বরুণ দেশাই ও বিনয় ডেশওয়ানি৷ উদ্ধার হয়েছে, ২৫ লিটার বিদেশী ব্র্যান্ডের মদ ও ১৪ লিটার নামী দেশি ব্র্যান্ডের মদ৷ জানা গিয়েছে, এই ধরনের রুফ-টপ পার্টি করার জন্য আবগারি দপ্তরের কোনও ছাড়পত্র দেখাতে পারেনি ধৃতরা৷ ফলে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের৷ এই ধরনের নাইট পার্টিতেই দেদার নিষিদ্ধ মাদকের কারবার চলে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবগারি দপ্তরের আধিকারিকরা৷ এক্ষেত্রে তেমন কিছু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement