Advertisement
Advertisement

Breaking News

করোনা

৮ দিনেই করোনা জয়, সুস্থ হয়ে ঘরে ফিরলেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত

আপাতত হোম আইসোলেশনে রয়েছেন শান্তাদেবী।

Niced director Shanta dutta cured from COVID-19
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 9, 2020 3:23 pm
  • Updated:July 9, 2020 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার মানল মারণ ভাইরাস। ৮ দিনেই করোনাকে (Corona Virus) পরাস্ত করে ঘরে ফিরলেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত । জানা গিয়েছে, বুধবার রাতেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। তবে এখনও বেশ কিছুদিন হোম আইসোলেশনে থাকবেন তিনি।

জুনের শেষদিক থেকেই জ্বরে ভুগছিলেন শান্তাদেবী (Shanta Dutta)। ছিল করোনার একাধিক উপসর্গও। তাই সন্দেহ দানা বেঁধেছিল। এরপরই তাঁর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। ৩০ জুন জানা যায়, নাইসেডের অধিকর্তার শরীরেও থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস। তবে সেই সময় তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। তাই রাখা হয়েছিল হোম আইসোলেশনে। এরই মাঝে ফুসফুসে সংক্রমণের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা হয়। রিপোর্ট পাওয়ার পরই জানা যায়, করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। তখনই ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় শান্তাদেবীকে।

Advertisement

[আরও পড়ুন: দুর্গাপুরে ব্যবসায়ী অপহরণকাণ্ডের কিনারা, ৭২ ঘণ্টা পর ঝাড়খণ্ড সীমানা থেকে উদ্ধার অপহৃত]

সেখানেই চিকিৎসা শুরু হয় তাঁর। ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই অদৃশ্য ভাইরাসকে পরাস্ত করে সুস্থ হয়ে ওঠেন নাইসেড অধিকর্তা। ৮ জুলাই রাতে বাড়ি ফিরেছেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনা নয়, তাঁর অন্য একাধিক সমস্যা থাকার জন্যই হাসপাতালে ভরতি করতে হয়েছিল শান্তাদেবীকে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।

[আরও পড়ুন: মিরিকের চা বাগানে ঘুরছে ব্ল্যাক প্যান্থার! স্থানীয়দের দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement