ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বচসায় জড়ালেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাল কেন্দ্রীয় বাহিনী। লাঠির ঘায়ে জখম হয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর (Jadavpur) অঞ্চল। গুরুতর জখম হয়ে বাঘাযতীন হাসপাতালে ভরতি আহতরা।
ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। বিভিন্ন জেলায় ঘুরে মঙ্গলবার কলকাতায় এসেছেন কমিশনের সদস্যরা। এদিন দুপুরে যাদবপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে যান কমিশনের সদস্যরা। তাঁদের সঙ্গে বিজেপির কর্মীরাও চিলেন বলে খবর। কমিশনের সদস্যদের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, তাঁদের লাঠির ঘায়ে জখম হয়েছেন ৭ জন। বর্তমানে হাসপাতাল ভরতি তাঁরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনা প্রসঙ্গে মানবাধিকার কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনার নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার। তিনি বলেন, “মানবাধিকার কমিশনের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর লাঠি চালানো অত্যন্ত নিন্দাজনক ঘটনা। কে বা কারা বিক্ষোভ দেখাল তা খতিয়ে দেখা হবে।” তবে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.