Advertisement
Advertisement
Newtown

সুন্দর পরিবেশ ও যোগাযোগের সুব্যবস্থা, দেশের সেরা স্মার্টসিটি নিউটাউন

জাতীয়স্তরে দু'টি শিরোপা ছিনিয়ে নিল কলকাতার স্যাটেলাইট শহর নিউটাউন।

Newtown won best smart city award in 2 sector | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 3, 2023 9:32 am
  • Updated:September 3, 2023 9:32 am  

দিশা আলম, বিধাননগর: সুন্দর পরিবেশ গড়ে তোলা এবং যাতায়াতের সুব্যবস্থা (সাইকেলিং)। এই দুই গুণেই স্মার্ট সিটি হিসাবে জাতীয়স্তরে দু’টি শিরোপা ছিনিয়ে নিল কলকাতার স্যাটেলাইট শহর নিউটাউন। শহরের সুন্দর পরিবেশ এবং যাতায়াতের সুগম ব্যবস্থা ক্ষেত্রে জাতীয়স্তরের শিরোপা পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের শহর নিউটাউন।

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের ‘ইন্ডিয়া স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড কনটেস্ট’ বা আইএসএসি-২০২২ সালের বিভিন্ন ইভেন্টের ফল প্রকাশিত হয়েছে সম্প্রতি। প্রতিযোগিতায় দেশের ৮০টি স্মার্ট সিটি থেকে ৯০০-র কাছাকাছি মনোনয়ন জমা পড়েছিল। সেই প্রতিযোগিতায় বাছাই পর্বের পর, দু’টি শিরোপা এসেছে নিউটাউনের মুকুটে।

Advertisement

[আরও পড়ুন: ‘পুরোটাই আইওয়াশ’, কেন্দ্রের ‘এক দেশ, এক নির্বাচন’ কমিটি থেকে নাম প্রত্যাহার অধীরের]

নিউটাউন উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ সূত্রে খবর, দু’টি পুরস্কারের মধ্যে একটি হল- শহরে নির্ধারিত একটি অংশে নিমগাছের বন তৈরি প্রকল্প। যা নিউটাউন কর্তৃপক্ষ ‘নিম বনানী’ পার্ক হিসাবে তুলে ধরেছে। সেইসঙ্গে গাছগাছালিতে সবুজ পরিবেশ গড়ে তোলার জন্যও জাতীয়স্তরের প্রতিযোগিতায় একটি শিরোপা পেয়েছে। দ্বিতীয়টি হল, সাইকেলের ব্যবহার। এতে শহরে মোটরচালিত গাড়ি ব্যবহারের উপর নির্ভর কমেছে অনেকটাই।

চলতি সেপ্টেম্বর মাসে মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে স্মার্ট সিটি পুরস্কার নেওয়ার কথা রয়েছে। নিউটাউন শহর কর্তৃপক্ষ এনেকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, “রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেতে ভালই লাগবে। এই প্রাপ্তি মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক শহরকে আরও ভাল করতে সাজাতে অনুপ্রাণিত করবে।”

[আরও পড়ুন: এক দেশ, এক নির্বাচনের জন্য গঠিত কেন্দ্রের কমিটিতে নাম অধীর-অমিত শাহর, রয়েছেন আজাদও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement