প্রতীকী ছবি
অর্ণব আইচ: বিয়ের বয়স মাত্র দেড়মাস। আর তার মধ্যেই সব শেষ। বাড়ি থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে খবর, স্বামীকে ভিডিও কল করে চরম সিদ্ধান্ত নেন তিনি। তবে কী কারণে চরম পদক্ষেপ নিলেন বেহালার পাঠকপাড়ার বধূ তা এখনও স্পষ্ট নয়। পর্ণশ্রী থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
নিহত পূজা সিং। বছর আঠাশের পূজার সঙ্গে আইটি কর্মী মুকেশ সিংয়ের বিয়ে হয় মাসদেড়েক আগে। বেহালার পাঠকপাড়ার শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। শনিবার রাতে স্বামী মুকেশ বাড়িতে ছিলেন না। পূজা তাঁকে ভিডিও কল করেন। মুকেশের দাবি, কিছুক্ষণ কথাবার্তা বলেন। তারপরই জানান আত্মহত্যা করতে চলেছেন তিনি। কিছু বোঝার আগেই ফোন কেটে দেন। বাড়ি ফেরার পর দেখেন ঘরে স্ত্রীর ঝুলন্ত দেহ।
তড়িঘড়ি পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে আত্মহত্যা করলেন পূজা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কেমন সম্পর্ক ছিল পূজার, তিনি মানসিক কিংবা শারীরিক হেনস্তার শিকার হয়েছেন কিনা – তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার কিনারার চেষ্টায় মৃতার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.