ফাইল ফটো
গৌতম ব্রহ্ম: সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পার্ক সার্কাস এলাকার ডা. বীরেশ গুহ স্ট্রিটের একটি বেসরকারি নার্সিংহোম। মৃত শিশুর নাম আরশাদ কুরেশি। বাড়ি হাওড়ার পিলখানা এলাকায়। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ তুলেছে, সদ্যোজাতের মৃত্যুর খবর পাওয়া মাত্রই রোগীর পরিবার হাসপাতালের জিনিসপত্র ভাঙচুর করে। অন্যদিকে পরিবারের অভিযোগ, সদ্যোজাতের মৃত্যুর খবর চেপে রেখে বিল বাড়াচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
নিউমোনিয়ায় আক্রান্ত দেড় মাসের শিশুটিকে ২৪ নভেম্বর নার্সিংহোমে ভরতি করা হয়। মঙ্গলবার শিশুটির মৃত্যু হয়। অভিযোগ, তারপরই শিশুটির বাড়ির লোক হাসপাতালে ঢুকে ভাঙচুর শুরু করে। পুলিশ জানিয়েছে, বিকেল পৌনে তিনটে নাগাদ ১০-১২ জনের একটি দল হাসপাতালে ঢুকে ঝামেলা শুরু করে। টেবিল, কম্পিউটার ভেঙে দেওয়া হয়। মারধর করা হয় হাসপাতালের চার কর্মীকে। একজনের অবস্থা গুরুতর। তাঁকে স্থানীয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। কড়েয়া থানার পুলিশ চারজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
প্রথমদিন থেকেই শিশুটি ভেন্টিলেশনে ছিল। মঙ্গলবার শিশুটির মৃত্যু হয়। কিছু টাকা বাকি ছিল। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ এদিন সকালে পুরো বিল মেটানোর জন্য চাপ দিতে থাকে। বাড়ির লোকজনের সন্দেহ হয়। হাসপাতালে বিক্ষোভ শুরু করলে শিশুটিকে তৎক্ষণাৎ মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ বাড়ির লোকের। এরপরই শুরু হয় বিক্ষোভ-ভাঙচুর। পরিজনদের হাতে আক্রান্ত হন নার্সিংহোমের চার কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কড়েয়া থানার পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই চলে ভাঙচুর। পুলিশ অবশ্য চারজনকে গ্রেপ্তার করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.